(Source: ECI/ABP News/ABP Majha)
জাতীয় নাগরিকপঞ্জী: অভিযোগ গ্রহণের প্রক্রিয়া স্থগিত রাখল সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: অসমে জাতীয় নাগরিকপঞ্জী সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও দাবি জমা নেওয়ার শুরুর প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল সুপ্রিম কোর্ট। বুধবার, এনআরসি আহ্বায়ক প্রতীক হাজেলার রিপোর্টকে উল্লেখ করে শীর্ষ আদালতের বেঞ্চ। ওই রিপোর্টে বলা হয়েছে, তালিকায় থাকা ১৫টি নথির মধ্যে ১০টিকে প্রমাণস্বরূপ পেশ করতে পারবেন দাবিদাররা।
এই প্রেক্ষিতে মামলার বিভিন্ন পক্ষের জবাব তলব করে সর্বোচ্চ আদালত। কেন্দ্রের তরফে আদালতে অন্যান্য পক্ষের জবাব চেয়ে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালকে দু’সপ্তাহ সময় দেয় বিচারপতি রঞ্জন গগৈ ও আর এফ নরিম্যানের বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ১৯ সেপ্টেম্বর।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই অসমের চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জীর খসড়া তালিকা প্রকাশিত হয়। যাতে দেখা যায়, ৩.২৯ কোটি বাসিন্দার মধ্যে এনআরসি০তে জায়গা পেয়েছেন ২.৮৯ কোটি। প্রায় ৪০ লক্ষের নাম বাদ পড়ে। এর মধ্যে প্রায় সাড়ে ৩৭ লক্ষের নাম খারিজ করে দেওয়া হয়। বাকি, আড়াই লক্ষকে ‘অন হোল্ড’ দেখানো হয়।
৩১ জুলাই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাগ্রহণ করা হবে না। এরপর ১৪ অগাস্ট, কেন্দ্র শীর্ষ আদালতকে জানায়, বাদ পড়ার পর যাঁরা দাবি ও আপত্তি-অভিযোগ দাখিল করেছেন, তাঁদের জন্য পৃথক বায়োমেট্রিক তথ্য তৈরি করা হবে।