এক্সপ্লোর
Advertisement
মুজফ্ফরপুর রেলস্টেশনের মর্মান্তিক ভিডিওর সেই মা-হারা শিশুর দায়িত্ব নিল শাহরুখের সংস্থা
সোমবার শাহরুখ ট্যুইট করে জানান, মীর ফাউন্ডেশন ওই মাতৃহারা শিশুর দায়িত্ব নিয়েছে। তাকে পৌঁছে দেওয়া হয়েছে ঠাকুমা-ঠাকুরদার কাছে।
মুম্বই: প্ল্যাটফর্মে পড়ে রয়েছে মায়ের নিথর দেহ। আর তার শরীরের চাদর ধরে টানাটানি করছে একরত্তি সন্তান। যেন মা-কে জাগানোর চেষ্টা। গোটা দেশের হৃদয় মুচড়ে উঠেছিল বিহারের মুজফ্ফরপুর স্টেশনের এই ভিডিওটা দেখে। মর্মান্তিক ওই ঘটনার মধ্যেও স্বস্তি বলতে, সেই খুদের দায়িত্ব নিল শাহরুখ খানের সংস্থা। সোশ্যাল মিডিয়ায় বলিউডের বাদশা নিজেই সেই কথা জানালেন।
মুজফ্ফরপুরের ওই হৃদয় বিদারক ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পরে জানা গিয়েছিল, মৃত মহিলা এক পরিযায়ী শ্রমিক পরিবারের সদস্যা। অভিযোগ উঠেছিল, দীর্ঘ ট্রেন যাত্রায় খিদে, তেষ্টা আর ক্লান্তির জেরে মারা গিয়েছেন ওই মহিলা। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে যে সমস্ত স্পেশ্যাল ট্রেনের বন্দোবস্ত করেছে কেন্দ্র, তাতে অমানবিকভাবে, অস্বাস্থ্যকর পরিবেশে সকলকে যেতে বাধ্য করা হচ্ছে বলেও বিতর্ক দানা বেঁধেছে। যদিও রেল মন্ত্রক ও রেল পুলিশের তরফে সমস্ত অভিযোগ উড়িয়ে বলা হয়েছিল, মুজফ্ফরপুর স্টেশনে ওই মহিলা অন্য কোনও কারণে মারা গিয়েছিলেন। খাবার বা জলের অভাব এর জন্য দায়ী নয়।
সোমবার শাহরুখ ট্যুইট করে জানান, মীর ফাউন্ডেশন ওই মাতৃহারা শিশুর দায়িত্ব নিয়েছে। তাকে পৌঁছে দেওয়া হয়েছে ঠাকুমা-ঠাকুরদার কাছে। এই মীর ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত কিং খান। সম্প্রতি উমপুন বিধ্বস্ত বাংলাতেও এই ফাউন্ডেশনের মাধ্যমেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন শাহরুখ। মীর ফাউন্ডেশন সোমবার ট্যুইটারে লেখে, ‘এই শিশুটির কাছে পৌঁছতে যাঁরা আমাদের সাহায্য করেছিলেন, তাঁদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। মৃত মাকে জাগিয়ে তোলার চেষ্টা করছিল এই খুদে এবং সেই মর্মান্তিক দৃশ্য গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। শিশুটি ওর ঠাকুরদার কাছে রয়েছে এবং আমরা ওকে সাহায্য করছি।’
সেই ট্যুইটটি রিট্যুইট করে শাহরুখ লেখেন, ‘এই শিশুটির ব্যাপারে খোঁজখবর দিয়ে যাঁরা সাহায্য করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। অভিভাবকে হারানোর মতো যন্ত্রণা ওকে সহ্য করতে হয়েছে। ঈশ্বর ওকে মানসিক শক্তি দিন। জানি এই পরিস্থিতি কী ভয়ানক। শিশুটির জন্য সমর্থন আর ভালবাসা রইল।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement