এক্সপ্লোর
Advertisement
প্রকাশ্যে ভিডিও, ‘আত্মরক্ষার্থে’ এনসিপি নেত্রীকে লাথি গুজরাতের বিজেপি বিধায়কের, পরে বললেন, ক্ষমা চাইব
বলরামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নিতু।
নয়াদিল্লি: এনসিপি নেত্রী নিতু তেজওয়ানিকে প্রকাশ্যে লাথি মারলেন গুজরাতের বিজেপি বিধায়ক বলরাম থওয়ানি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হওয়ার পর বলরামের সাফাই, ‘আমি কাউকে আঘাত করতে চাইনি। আত্মরক্ষা করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়ে ফেলেছি। আমি এই ঘটনা নিন্দা করছি। আবেগের বশবর্তী হয়ে ভুল করে ফেলেছি। আমি ভুল স্বীকার করছি। ২২ বছর ধরে রাজনীতি করছি, এর আগে কোনওদিন এরকম করিনি। আমি ওঁর (নিতু) কাছে ক্ষমা চাইব।’
गुजरात के विद्यायक महिला को लाते मारते हुए :
अहमदाबाद के नरोडा ईलाके में पानी की किल्लत की शिकायत करने गई एक महिला को गुजरात भाजपा के 'माननीय' विधायक बलराम थावानी ने खुलेआम बेरहमी के साथ पिटा ! @dgpgujarat, @AhmedabadPolice आप तुरंत गिरफ्तारी कीजिए! यह हरगिज नहीं चलेगा! pic.twitter.com/6mV7EmC6KV
— Jignesh Mevani (@jigneshmevani80) June 2, 2019
গতকাল নারোদা অঞ্চলে বলরামের দফতরে পানীয় জল সরবরাহে সমস্যা নিয়ে বিক্ষোভ দেখাতে যান নিতু। তাঁর সঙ্গে বেশ কয়েকজন মহিলা ছিলেন। সেই সময়ই দফতর থেকে বেরিয়ে এসে নিতুকে আক্রমণ করেন বলরাম। তাঁর সঙ্গীরাও এই এনসিপি নেত্রীকে মারধর করেন।
#WATCH BJP's Naroda MLA Balram Thawani kicks NCP leader (Kuber Nagar Ward) Nitu Tejwani when she went to his office to meet him over a local issue yesterday. Nitu Tejwani has registered a complaint against the MLA. #Gujarat pic.twitter.com/dNH2Fgo5Vw
— ANI (@ANI) June 3, 2019
বলরামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নিতু। তিনি বলেছেন, ‘স্থানীয় একটি সমস্যা নিয়ে আমি বিজেপি বিধায়ক বলরাম থওয়ানির সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমার কথা না শুনেই চড় মারেন। আমি মাটিতে পড়ে যাওয়ার পর তিনি লাথি মারতে শুরু করেন। তাঁর সঙ্গীরা আমার স্বামীকে মারেন। আমি মোদিজিকে প্রশ্ন করতে চাই, বিজেপি শাসনে মহিলারা কতটা সুরক্ষিত?’
গুজরাতের নির্দল বিধায়ক জিগনেশ মেভানি নিতুকে মারধরের ঘটনার ভিডিও ট্যুইটারে পোস্ট করেছেন। তিনি আমদাবাদ পুলিশ এবং গুজরাতের ডিজিপি-র কাছে বলরামকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement