এক্সপ্লোর
Advertisement
৫০০ কোটি ‘অতি সামান্য’, কেরলকে বন্যাত্রাণে সহায়তা দেওয়ায় ‘বড় মনের পরিচয় দিন’, মোদীকে কটাক্ষ করে বলল কংগ্রেস
নয়াদিল্লি: কেরলের বন্যাত্রাণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ কংগ্রেসের। বিরোধী দলের দাবি, কেরলের যে মাত্রার বিধ্বংসী বন্যা হয়েছে, তার তুলনায় প্রধানমন্ত্রীর ঘোষণা করা ৫০০ কোটি টাকার সাহায্য কিছুই নয়, একেবারেই সামান্য। ওনাকে বড় মনের পরিচয় দিতে হবে।
মোদীর কাছে কেরলের বন্যাকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণার দাবি করেন কংগ্রেস নেতা জয়বীর শেরগিল। কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী আত্মপ্রচার, নিজের বিজ্ঞাপন, ঢাকঢোল পেটানোর বেলায় বড় হৃদয়ের পরিচয় দেন। এবার কেরলের ত্রাণ তহবিল, সহায়তার ক্ষেত্রেও একই ধরনের বড় মনের প্রমাণ দেখান উনি। কেরলের যে সহায়তা দরকার, তা দিন। উনি যে অর্থসাহায্য ঘোষণা করেছেন, সেটা অতি সামান্য ও অতি বিলম্ব করে দেওয়ার দারুণ উদাহরণ। যে রাজ্যের ১৯০০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়ে গেল, তারা নরেন্দ্র মোদীর কাছ থেকে পেল মোটে ৫০০ কোটি, যিনি নিজেকে তুলে ধরতে, নিজের প্রচারে ৫০০০ কোটি টাকা, নিজের ফিটনেস ভিডিওর পিছনে ৩৫ কোটি টাকা, বিজেপির সদর দপ্তরের জন্য ১১০০ কোটি টাকা ব্যয় করেছেন।
একমাত্র নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে দেশের প্রতিটি মানুষ কেরলের বিপর্যয়ের সময় তার পাশে দাঁড়িয়েছেন, উনি এরকম একটা বিপর্যয় নিয়েও সংকীর্ণ রাজনীতি করতে ব্যস্ত বলে কটাক্ষ করেন শেরগিল। বলেন, প্রয়োজনমতো সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে কেরলের প্রতি মোদী খারাপ আচরণ করলেন, ফের দেখালেন, তিনি সহযোগিতামূলক ফেডারেলতন্ত্র বা টিম ইন্ডিয়ার চেতনায় বিশ্বাস করেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement