এক্সপ্লোর
Advertisement
টানা মানসিক নির্যাতন চালিয়েছে পাকিস্তান, দেশে ফিরে জানিয়েছেন অভিনন্দন
নয়াদিল্লি: পাকিস্তানের সেনাবাহিনীর হেফাজতে থাকাকালীন শারীরিক নয়, তাঁর উপর একটানা মানসিক নির্যাতন চালানো হয়েছিল। দেশে ফিরে এমনই জানিয়েছেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনই খবর। এই পাইলট আরও জানিয়েছেন, তাঁকে পৃথক সেলে আটকে রাখা হয়েছিল। দেওয়া হয়নি টিভি, রেডিও, ফোন, খবরের কাগজ। পাক সেনার প্রশংসা করার জন্য চাপ দেওয়া হয়েছিল। তিনি প্রবল চাপের মুখেও লড়াই চালিয়েছিলেন। সেই কারণেই ভিডিও এডিট করে প্রকাশ করা হয়েছে। তিনি যে মুক্তি পাচ্ছেন, সেই খবরও আগে জানানো হয়নি।
আজ বায়ুসেনার হাসপাতালে গিয়ে অভিনন্দনের সঙ্গে দেখা করেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। পাকিস্তানের হেফাজত থেকে মুক্তি পেয়ে গতকাল দেশে ফেরা এই পাইলটের উদ্দেশে তাঁর বার্তা, ‘তোমার সাহস ও দৃঢ় সঙ্কল্পে সারা দেশ গর্বিত।’ পাকিস্তানে বন্দি অবস্থায় তাঁর ৬০ ঘণ্টা কীভাবে কেটেছে, সেটা প্রতিরক্ষামন্ত্রীকে জানিয়েছেন অভিনন্দন।
পাকিস্তানে ধরা পড়ার পরেও অভিনন্দন যে সাহসের পরিচয় দিয়েছেন, তার প্রশংসায় পঞ্চমুখ সারা দেশের মানুষ। ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফেরার পর গতকাল রাতেই এই পাইলটকে নিয়ে আসা হয় নয়াদিল্লির বায়ুসেনা হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, এখন অভিনন্দনের ‘কুলিং ডাউন প্রসেস’ চলছে। আগামীকাল পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে। তাঁর চিকিৎসা শেষ হওয়ার পর পাকিস্তানে বন্দি থাকাকালীন সময়ের বিস্তারিত বিবরণ জানতে চাওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
অটো
Advertisement