অন্ধ্রপ্রদেশে বর্তমান, প্রাক্তন বিধায়ককে গুলি করে হত্যা মাওবাদীদের
অমরাবতী: অন্ধ্রপ্রদেশের ফিরে এল মাওবাদী-আতঙ্ক। রবিবার মাওবাদী হানায় বিশাখাপত্তনম জেলার আরাকু অঞ্চলে মাওবাদীদের হামলায় প্রাণ হারালেন তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র এক বর্তমান ও এক প্রাক্তন বিধায়ক।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে দাম্ব্রিগুড়া মবকুমার অন্তর্গত লিপ্পিতিপুত্তা গ্রামে। বর্তমান বিধায়ক কিদারি সর্বেশ্বর রাও ও প্রাক্তন বিধায়ক সিবেরি সোমাকে হত্যা করা হয়। দুজন গ্রাম-পর্যবেক্ষণের কাজে গিয়েছিলেন। ২০১৪ সালে ওয়াইএসআর কংগ্রেসের হয়ে নির্বাচনে জিতেছিলেন সর্বেশ্বর রাও। পরে তিনি টিডিপি-তে চলে যান।
Visakhapatnam: #Visuals from the spot where TDP leaders Kidari Sarveswara Rao & Siveri Soma, present and former MLA from Araku respectively, were shot dead by Naxals today. #AndhraPradesh pic.twitter.com/RoFBBHQUK7
— ANI (@ANI) September 23, 2018
পুলিশের ডিআইজি (বিশাখাপত্তনম রেঞ্জ) শ্রীকান্ত জানান, মাওবাদীদের একটি দল গ্রামবাসীদের সঙ্গে এসে বিধায়কের গাড়ি আটকে দাঁড়ায়। বিধায়কের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী গাড়ি থেকে নামতেই তাঁদের থেকে একে-৪৭ আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে বর্তমান ও প্রাক্তন বিধায়ককে গুলি করে হত্যা করে। তবে, কতজন মাওবাদী এদিনের হামলায় জড়িত ছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে, পুলিশ সূত্রের খবর, রামকৃষ্ণর নেতৃত্বাধীন অন্ধ্র-ওড়িশা সীমান্ত কমিটির ৫০-৬০ জন মাওবাদী এদিনের হামলায় জড়িত ছিল। জানা গিয়েছে, বিধায়কদের হত্যা করার আগে, তাঁদের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়ান মাওদবাদীরা। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার আগে বিশাখাপত্তনমের ডিস্ট্রিক্ট কালেক্টর ও পুলিশ সুপারের থেকে গোটা ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। ঘটনাস্থলে পৌঁছছেন উপ-মুখ্যমন্ত্রী (স্বরাষ্ট্র) এন চিনা রাজাপ্পা এবং রাজ্য পুলিশের ডিজি।