এক্সপ্লোর
Advertisement
জম্মুতে মোতায়েন ৬ কলম সেনা, কাশ্মীরে উড়িয়ে নিয়ে যাওয়া হল ৮,০০০ আধাসেনাকে
ভারতীয় সেনার পাশাপাশি বিমানবাহিনীকেও সতর্ক করে দেওয়া হয়েছে।
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা রদ করার পরেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার। জম্মুতে মোতায়েন করা হয়েছে ৬ কলম সেনা। উত্তরপ্রদেশ, ওড়িশা, অসম সহ দেশের বিভিন্ন অংশ থেকে কাশ্মীরে উড়িয়ে নিয়ে যাওয়া হল প্রায় আট হাজার আধাসেনাকে। অশান্তির আশঙ্কায় দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ভারতীয় সেনার পাশাপাশি বিমানবাহিনীকেও সতর্ক করে দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘জম্মু ও কাশ্মীরের বাসিন্দা এবং ছাত্রদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত। শান্তিভঙ্গ ও কাশ্মীরিদের উপর হামলা ঠেকানোর জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে, সে বিষয়ে প্রচারও করা উচিত। এর ফলে কাশ্মীরিদের আস্থা অর্জন করা যাবে। হিংসা, সাম্প্রদায়িক সংঘর্ষে উস্কানি দেওয়ার লক্ষ্যে যাতে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ও যাচাই না করা খবর, গুজব ছড়ানো না যায়, সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা উচিত নিরাপত্তারক্ষীদের।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement