'মায়ের আশীর্বাদে বাংলায় অক্ষুণ্ণ থাকুক সম্প্রীতির সুর', বঙ্গবাসীকে বিজয়ার শুভেচ্ছা মমতার, শুভকামনা জানালেন মোদিও
বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কলকাতা: আজ দশমী৷ উমার শ্বশুরবাড়ি ফেরার পালা৷ আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর৷ আসছে বছর আবার আসার প্রতিশ্রুতি দিয়ে আজ দেবী পাড়ি দেবেন কৈলাসে৷ হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা৷ এই আবহে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বঙ্গবাসীকে দশমীর শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "মা গো তুমি আবার এসো আলোর খবর নিয়ে, শান্তি-সম্প্রীতি-ঐক্য বাঁচুক বাংলার হৃদয়ে। মা দুর্গার বিদায়বেলায় আজ সবার মন ভারাক্রান্ত। ভুবনমোহিনী মায়ের আশীর্বাদে বাংলায় অক্ষুণ্ণ থাকুক সম্প্রীতির সুর। শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।"
অন্যদিকে, বিজয়া দশমীর বিশেষ উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী টুইট করে সকলকে দশমীর শুভেচ্ছা জানান। টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, 'বিজয়া দশমীর বিশেষ উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা।'
এদিকে দশমীতেই দেশের সাতটি নতুন প্রতিরক্ষা সংস্থার উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা ক্ষেত্রটিকে আরও স্বনির্ভর করতে সাতটি নতুন প্রতিরক্ষা সংস্থার উদ্বোধন হতে চলেছে। মিউনিশনস ইন্ডিয়া লিমিটেড, আর্মন্ড ভেইকেলস নিগম ইন্ডিয়া লিমিটেড, অ্যাডভান্স ওয়েপেন্স অ্যান্ড ইকিউপমেন্ট ইন্ডিয়া লিমিটেড, ট্রুপ কমফোর্ট লিমিটেড, যন্ত্র ইন্ডিয়া লিমিটেড, ইন্ডিয়া অপটেল লিমিটেড , গ্লাইডার্স ইন্ডিয়া লিমিটেড, এই সংস্থার উদবোধন করবেন মোদি।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নি দশেরার শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। অশুভের বিরুদ্ধে শুভ জয় হোক, এমনই বার্তা দিয়েছেন তিনি।
অন্যদিকে, বিসর্জনের জন্য গঙ্গার ঘাটে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা৷ এখন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে বলে ওঠা, আসছে বছর আবার এসো মা৷