(Source: ECI/ABP News/ABP Majha)
কেন কোয়ান্টাম ফিজিক্সে শূন্য পাওয়া তরুণীকে সাধুবাদ জানালেন সুন্দর পিচাই?
গুগল সিইও ন্যান্সির ট্যুইট রিট্যুইট করে লিখেছেন, ‘অনুপ্রেরণাদায়ক’।
নয়াদিল্লি: জীবনে চড়াইউতরাই থাকবে, তবে চেষ্টা করলে যে অসাধ্য সাধন হয় তা বারেবারে প্রমাণিত। ভয় পেয়ে সরে আসা নয়, বরং পরিশ্রম ও অধ্যাবসায়ে যে কোনও বিষয়েই জয় পাওয়া যায়, তার দৃষ্টান্ত রেখেছেন সারাফিনা ন্যান্সি। অ্যাস্ট্রোফিজিক্সের এই গবেষক একটি ট্যুইটে তাঁর জীবনের সাফল্য নিয়ে এমন একটি ঘটনার কথা তুলে ধরেছেন যা সকলের কাছে অনুপ্রেরণার হতে পারে। স্বয়ং গুগলের সিইও পর্যন্ত সারাফিনার গল্প শুনে অনুপ্রাণিত।
অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি সারাফিনা ট্যুইটে লিখেছেন, কোয়ান্টাম ফিজিক্স পড়ার সময় একবার শূন্য পেয়েছিলেন তিনি। এই ফলাফলে ভীত ন্যান্সি একটা সময় ঠিক করেন আর ফিজিক্স পড়বেন না। অধ্যাপকদের সঙ্গে কথা বলে ফিজিক্স ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত একপ্রকার নিয়েও ফেলেছিলেন তিনি। কিন্তু শেষমেষ তিনি তা করেননি। দীর্ঘ অধ্যাবসায় এবং পরিশ্রম তাঁর জীবন বদলে দিয়েছে, যে ফিজিক্স পরীক্ষায় তিনি শূন্য পেয়েছিলেন সেই বিষয়েই এখন পিএইচডি করেছেন তিনি। তাঁর দুটি গবেষণা পত্রও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।
ন্যান্সি আরও লেখেন, রাস্তা সবারই কঠিন, নম্বর দিয়ে কখনই বিচার হয় না সে কতটা ভাল। সারাফিনা ন্যান্সির এই ট্যুইটই মন জিতে নিয়েছে নেটিজেনদের। গুগল সিইও পর্যন্ত ন্যান্সির ট্যুইট রিট্যুইট করে লিখেছেন, ‘অনুপ্রেরণাদায়ক’।4 years ago I got a 0 on a quantum physics exam. i met with my professor fearing i needed to change my major & quit physics. today, i’m in a top tier astrophysics Ph.D program & published 2 papers.
STEM is hard for everyone—grades don’t mean you’re not good enough to do it. — Sarafina Nance (@starstrickenSF) November 20, 2019
Well said and so inspiring! https://t.co/qHBwdv3fmS
— Sundar Pichai (@sundarpichai) November 21, 2019