এক্সপ্লোর
সফদরজঙ্গ হাসপাতালের আট তলা থেকে লাফ দিয়ে সন্দেহভাজন করোনা আক্রান্তের আত্মহত্যা
ডেপুটি কমিশনার অফ পুলিশ (দক্ষিণ-পশ্চিম) দেবেন্দ্র আর্য জানিয়েছেন, ‘সফদরজঙ্গ হাসপাতাল থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক সন্দেহভাজন করোনা আক্রান্ত। মৃত ব্যক্তি অস্ট্রেলিয়ার সিডনি থেকে ফেরার পর আজ রাত ৯টায় হাসপাতালে ভর্তি করা হয়।’

ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: সফরদজঙ্গ হাসপাতালের আট তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলেন এক সন্দেহভাজন করোনা আক্রান্ত। তিনি আজই অস্ট্রেলিয়ার সিডনি থেকে দেশে ফেরেন। করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে রাত ৯টা নাগাদ তাঁকে বিমানবন্দর থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এখনও পাওয়া যায়নি। কিন্তু তার আগেই আত্মহত্যা করলেন ওই যুবক।
ডেপুটি কমিশনার অফ পুলিশ (দক্ষিণ-পশ্চিম) দেবেন্দ্র আর্য জানিয়েছেন, ‘সফদরজঙ্গ হাসপাতাল থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক সন্দেহভাজন করোনা আক্রান্ত। মৃত ব্যক্তি অস্ট্রেলিয়ার সিডনি থেকে ফেরার পর আজ রাত ৯টায় হাসপাতালে ভর্তি করা হয়।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















