১২৪ কিমি বেগে ঝড়ের তাণ্ডব আগরায়, ভেঙে পড়ল তাজমহলের রেলিংয়ের একাংশ, ক্ষতি গেট, সিলিংয়ের
এর আগেও, ২০১৮ সালে একইভাবে ঝড়ে ক্ষতি হয়েছিল মোঘল আমলের এই স্থাপত্যের
![১২৪ কিমি বেগে ঝড়ের তাণ্ডব আগরায়, ভেঙে পড়ল তাজমহলের রেলিংয়ের একাংশ, ক্ষতি গেট, সিলিংয়ের Taj Mahal's marble railings damaged as thunderstorm lashes Agra ১২৪ কিমি বেগে ঝড়ের তাণ্ডব আগরায়, ভেঙে পড়ল তাজমহলের রেলিংয়ের একাংশ, ক্ষতি গেট, সিলিংয়ের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/05/31193929/TAJMAHALTHNAK.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আগরা: ঝড়ের দাপটে বিপর্যস্ত আগরা। তীব্রতা এতটাই বেশি ছিল যে ক্ষতিগ্রস্ত হয়েছে শহর সেরা আকর্ষণ তথা বিশ্বের অন্যতম আশ্চর্য-- তাজমহল। ঐতিহাসিক এই সৌধের গায়ে যে জালিকা রয়েছে তার একাংশ ভেঙে পড়ে। ক্ষতি হয়েছে রেলিংয়ের। ক্ষতি হয়েছে কাঠের তৈরি তাজ মহলের প্রধান ফটকেরও। ঝড়ের ধাক্কায় তাজমহল চত্বরে সাজানো বাগানের গাছপালাও লন্ডভন্ড। ঝড়ে তিনজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল যে ঝড় বয়ে যায় আগরার ওপর দিয়ে, তার গতি ছিল ঘণ্টায় ১২৪ কিমি। ঝড় ও বৃষ্টির দাপটে ক্ষতি হয়েছে তাজমহলের। প্রত্নতত্ত্ব বিভাগের এক আধিকারিক জানান, প্রধান সৌধের পিছনে যমুনার দিকের রেলিংয়ের একাংশ ভেঙে পড়ে। লাল বেলেপাথরের একটি রেলিং মাটিতে পড়ে যায়। ওই চত্বরে থাকা অন্তত ১০টি গাছ উপড়ে গিয়েছে।
এছাড়া, হাওয়ার তীব্র গতির চোটে সৌধ প্রবেশ করার প্রধান ফটক হেলে গিয়েছে। সৌধের বাইরের ফল্স সিলিং ও ঘূর্ণায়মান দরজার ক্ষতি হয়েছে। তিনি যোগ করেন, ক্ষতির পরিমাণ স্থির করে মেরামতের কাজ শুরু হবে। এমন নয় যে ঝড়ে এই প্রথম ক্ষতি হল তাজ মহলের। এর আগেও, ২০১৮ সালে একইভাবে ঝড়ে ক্ষতি হয়েছিল মোঘল আমলের এই স্থাপত্যের।
এছাড়া, গতকালের ঝড়ে শহরের অন্যত্রও বহু গাছ পড়ে গিয়েছে। একাধিক দেওয়াল ভেঙে পড়েছে। গাছ ও দেওয়াল পড়ে ক্ষতি হয়েছে বহু গাড়িরও। ঝড়ে ক্ষতি হয়েছে প্রায় ২০টি বাড়ির। ধ্বংসস্তূপ চাপা পড়ে মারা যায় এক ৬ বছরের বালিকা। ডোকি ও ফতেবাদে দুজনের মৃত্যু হয়েছে। মালপুরা লাইনে আগরা-বায়ানা ট্র্য়াকের ওপর গাছ পড়লে, ট্রেন চলাচল ব্যাহত হয়। শহরের আলবাতিয়া অঞ্চলে ভেঙে পড়ে একটি টেলিকম টাওয়ার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)