ইসলামাবাদের সঙ্গে শুধুমাত্র পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা: রাজনাথ
হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই ‘জন আশীর্বাদ যাত্রা’ করছে বিজেপি।
পঞ্চচুলা(হরিয়ানা): পাকিস্তানের সঙ্গে কথা হলে তা শুধুমাত্র পাক-অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে নিয়েই সীমাবদ্ধ থাকবে বলে জানিয়ে দিলেন রাজনাথ সিংহ। রবিবার, পঞ্চচুলায় ‘জন আশীর্বাদ যাত্রা’র সূচনা করেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানেই একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে রাজনাথ বলেন, ইসলামাবাদের সঙ্গে কথা হলে, এখন তা শুধু পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। গত ৫ অগাস্ট, জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে কেন্দ্র। সেই সঙ্গে জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে জম্মু-কাশ্মীর ও লাদাখ-- দুটি পৃথক কেন্দ্র-শাসিত অঞ্চলও গঠন করা হয়। এ প্রসঙ্গে এদিন রাজনাথ বলেন, গোটা অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্যই সেখানে ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে। কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে করা পাকিস্তানের আবেদনকেও কটাক্ষ করেন রাজনাথ। বলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র আন্তর্জাতিক মহলের দরজায় কড়া নাড়িয়ে বলছে, ভারত যা করেছে তা ভুল। আমি বলতে চাই, পাকিস্তানের সঙ্গে কথা তখনই হবে, যখন তারা সন্ত্রাস বন্ধ করবে। রাজনাথ যোগ করেন, কয়েকদিন আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের দেশবাসীকে জানিয়েছেন যে, বালাকোটের থেকেও বড় অভিযানের কথা ভাবছে ভারত। অর্থাৎ, পাক প্রধানমন্ত্রী স্বীকার করলেন যে ভারত বালাকোটে অভিযান চালিয়েছে। প্রসঙ্গত, হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই ‘জন আশীর্বাদ যাত্রা’ করছে বিজেপি। হরিয়ানায় দলের নির্বাচনী-বিষয়ক ভারপ্রাপ্ত নেতা তথা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর এবং মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর উপস্থিত ছিলেন। রাজ্যের ৯০টি বিধানসভা কেন্দ্র পরিক্রমা করে আগামী ৮ সেপ্টেম্বর রোহতকে শেষ হবে।