এক্সপ্লোর
দেখুন: ৫০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল হাতি, ১৬ ঘন্টার চেষ্টায় ক্রেন দিয়ে উদ্ধার
তামিলনাড়ুর ধর্মপুরী জেলার পঞ্চপল্লী গ্রামের একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে চাষের জমির মাঝে গভীর কুয়োতে একটি হাতি পড়ে যায়। হাতিকে কুয়ো থেকে উদ্ধার করতে দমকল বিভাগ দীর্ঘ ১৬ ঘন্টার প্রচেষ্টায় সাফল্য পায়। শুক্রবার হাতিটিকে ৫০ ফুট গভীর কুয়ো থেকে নিরাপদেই উদ্ধার করা হয়। এই কুয়োটি বেঙ্কটচলম নামে এক কৃষকের।
![দেখুন: ৫০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল হাতি, ১৬ ঘন্টার চেষ্টায় ক্রেন দিয়ে উদ্ধার tamilnadu-elephant plunges into 50 feet deep well rescue team runs 16 hour long rescue operation দেখুন: ৫০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল হাতি, ১৬ ঘন্টার চেষ্টায় ক্রেন দিয়ে উদ্ধার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/21143630/Untitled-3.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চেন্নাই:তামিলনাড়ুর ধর্মপুরী জেলার পঞ্চপল্লী গ্রামের একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে চাষের জমির মাঝে গভীর কুয়োতে একটি হাতি পড়ে যায়। হাতিকে কুয়ো থেকে উদ্ধার করতে দমকল বিভাগ দীর্ঘ ১৬ ঘন্টার প্রচেষ্টায় সাফল্য পায়। শুক্রবার হাতিটিকে ৫০ ফুট গভীর কুয়ো থেকে নিরাপদেই উদ্ধার করা হয়। এই কুয়োটি বেঙ্কটচলম নামে এক কৃষকের।
ধর্মপুরীর দমকল বিভাগ জানিয়েছেন, বেঙ্কটচলম একটি হাতির ডাক শুনতে পান। এরপর তিনি শব্দ লক্ষ্য করে হাতিটিকে খোঁচার চেষ্টা করেন। হাতিকে খুঁজতে গিয়ে কুয়োর ভেতরে তাকিয়ে দেখতে পান যা, হাতিটি সেখানে আটকে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি হাতিকে উদ্ধারের জন্য দমকল বিভাগের দ্বারস্থ হন। উদ্ধার অভিযানের সময় পশু চিকিৎসকদের একটি দলও হাজির ছিল।
সোশ্যাল মিডিয়ায় এই উদ্ধার অভিযানের ভিডিও বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিও হাতিটিকে কুয়ো থেকে উদ্ধার করে আনতে দেখা যাচ্ছে। হাতিটি সেই সময় বেশ শান্তই ছিল। নেটিজেনরা এই ভিডিও পছন্দ করছেন, সেই সঙ্গে উদ্ধারকারীদের ভূয়সী প্রশংসাও করেছেন। বন বিভাগের আধিকারিক প্রবীণ কাসওয়ানও উদ্ধারকারী দলের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, কুয়োটি ৫০ ফুট গভীর। সেখান থেকে হাতিটিকে উদ্ধার করা একেবারেই সহজ কাজ ছিল না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)