এক্সপ্লোর
Advertisement
ট্যারেন্টুলা গিলে খাচ্ছে আস্ত একটা পাখি! ভিডিও দেখে তাজ্জব সোশ্যাল মিডিয়া
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছিল একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছিল একটি ছোট সাপকে ফাঁদে আটকে মেরে ফেলেছে মাকড়সা। কিন্তু কখনও ভাবতে পারেন, মাকড়সা গিলে খেতে পারে একটা পাখিকে?
কলকাতা: কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছিল একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছিল একটি ছোট সাপকে ফাঁদে আটকে মেরে ফেলেছে মাকড়সা। কিন্তু কখনও ভাবতে পারেন, মাকড়সা গিলে খেতে পারে একটা পাখিকে? হ্যাঁ, এমনই একটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। আর তা দেখে নেটিজেনদের অনেকেই তাজ্জব হয়ে গিয়েছেন।
'নেচার ইজ স্কেয়ারি' নামে ট্যুইটার অ্যাকাউন্টে ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, একটি অ্যাভিকুলারিয়া চিবিয়ে খাচ্ছে একটি পাখিকে। চমকে ওঠার মতো ৫৪ সেকেন্ডের ওই ভিডিওতে একটি বড়সড় অ্যাভিকিউলারিয়াকে একটি সাধারণ আকারের পাখিকে গিলে নিতে দেখা যাচ্ছে। মাকড়সাটি ধীরে ধীরে পাখিটিকে খুবলে খাচ্ছে। এমন ঘটনা যে বিরল তা স্বীকার করে নিয়েছেন ট্যুইটটেরিটি-রা। ভিডিওটি ভাইরাল হয়েছে এবং ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ভিডিওটি দেখে নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়াও জানিয়েছেন। একজন লিখেছেন, যে ঘরে এই মাকড়সা বাসা বেঁধেছে, তার মালিকের জন্য প্রার্থনা। অ্যাভিকুলারিয়া এক ধরনের ট্যারান্টুলা। ওই প্রজাতির ট্যারেন্টুলার খাদ্যের মধ্যে রয়েছে পাখিও। দক্ষিণ আমেরিকায় এ ধরনের মাকড়সা দেখা যায়। এরা শিকারে খুবই পারদর্শী।An Avicularia munching on a bird. pic.twitter.com/rmwURWD3CP
— Nature is Scary (@AmazingScaryVid) September 19, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement