এক্সপ্লোর
Advertisement
বাথরুমে পড়ে স্যানিটারি প্যাড, পঞ্জাবে ছাত্রীদের নগ্ন করে তল্লাশি শিক্ষিকাদের, তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
চণ্ডীগড়: পঞ্জাবের ফাজিলকা জেলায় মেয়েদের একটি সরকারি স্কুলে শিক্ষিকারা কয়েকজন ছাত্রীকে নগ্ন করে দেহ তল্লাশি চালিয়েছেন বলে অভিযোগ। বাথরুমে একটি স্যানিটারি প্যাড পড়ে ছিল, সেটি কার জানতে এমন কাণ্ড ঘটানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে স্থানীয় কুন্দল গ্রামে, দিনতিনেক আগে। একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে, জনাকয়েক ছাত্রী স্কুল চত্বরে দাঁড়িয়ে কাঁদছে, বলছে, শিক্ষিকারা নগ্ন করে তাদের তল্লাশি চালিয়েছেন। ২ শিক্ষিকাকে বদলি করেছে প্রশাসন, মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ বিষয়টি জানতে পেরে তদন্তের নির্দেশ দিয়েছেন। শিক্ষা সচিব কৃষণ কুমারকে তিনি নির্দেশ দিয়েছে সোমবারের মধ্যে তদন্ত শেষ করে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।
প্রশাসন জানিয়েছে, স্কুলের বাথরুমে একটি স্যানিটারি প্যাড পড়ে থাকতে দেখে ২ শিক্ষিকা খুঁজে বার করতে যান কোন ছাত্রী তা ব্যবহার করেছিল। তার জেরে এমন ঘটনা। কিন্তু এ ধরনের কাণ্ড না ঘটিয়ে তাঁরা ছাত্রীদের স্যানিটারি প্যাড বর্জন করার সঠিক পদ্ধতি শেখাতে পারতেন, মন্তব্য করেছে তারা। জেলা শিক্ষা অফিসারকে ওই স্কুলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, ছাত্রী ও তাদের বাবা মায়েদের প্রশ্ন করে প্রাথমিকভাবে দুই শিক্ষিকার জড়িত থাকার প্রমাণ মিলেছে। তদন্ত রিপোর্ট জমা পড়লে ও ছাত্রীদের বয়ান রেকর্ড হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement