'ধন্যবাদ বন্ধু, ভারতকে ভালবাসে আমেরিকা', ২৪৪তম স্বাধীনতা দিবসে মোদির শুভেচ্ছার উত্তরে ট্রাম্প
মোদি ও ট্রাম্পের হৃদ্যতা সর্বজনবিদিত...
নয়াদিল্লি: ২৪৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁকে ও সমগ্র আমেরিকাবাসীকে অভিনন্দন জানানোর জন্য 'বন্ধু' নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রীর করা আগের ট্যুইটের জবাবে মাইক্রো ব্লগিং সাইটে মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারতকে ভালবাসে আমেরিকা।
I congratulate @POTUS @realDonaldTrump and the people of the USA on the 244th Independence Day of the USA. As the world's largest democracies, we cherish freedom and human enterprise that this day celebrates. @WhiteHouse
— Narendra Modi (@narendramodi) July 4, 2020
গতকাল (৪ জুলাই) ছিল আমেরিকার স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে মোদি ট্যুইটারে লেখেন, আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন নাগরিকদের তাঁদের ২৪৪ তম স্বাধীনতা দিবসের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে আমরা স্বাধীনতা ও মানবিক উদ্যোগকে পোষণ করি। এর উত্তরে মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট লেখেন, ধন্যবাদ বন্ধু। আমেরিকা ভারতকে ভালবাসে।
Thank you my friend. America loves India! https://t.co/mlvJ51l8XJ
— Donald J. Trump (@realDonaldTrump) July 4, 2020
মোদি ও ট্রাম্পের মধ্যে দীর্ঘদিনের একটা সুসম্পর্ক রয়েছে। দুজনের হৃদ্যতাও সর্বজনবিদিত। একাধিকবার দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মঞ্চে একে অপরকে 'বন্ধু' বলে উল্লেখ করেছেন দুদেশের রাষ্ট্রনেতা।
এবছর, করোনা অতিমারীর জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে ফোর্থ জুলাই-এর যাবতীয় শোভাযাত্রা ও অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে, দক্ষিণ ডাকোটায় একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট।