এক্সপ্লোর
Advertisement
গৃহঋণ নেওয়ার কথা ভাবছেন, এখনই সুযোগ, জেনে নিন সুদের অঙ্ক
গত ১৫ বছরের মধ্যে গৃহঋণে সুদের পরিমাণ সবথেকে কম এই মুহূর্তে। গৃহঋণের সুদ কমিয়েছে একাধিক ব্যাঙ্ক।
মুম্বই: নিজের আস্তানা। মাথার ওপরের ছাদ যেমন প্রয়োজনীয়তা, তেমনই নিজের একটা ছোট্ট বাসা পাকা করা অনেকেরই স্বপ্ন। নিজের ঠিকানা তৈরির যে স্বপ্ন বাস্তব করার জন্য গৃহঋণ নেওয়ার কথা ভাবনায় খেলে যায় অনেকেরই। বিশ্বজোড়া অর্থনীতির চরম দুর্দশার মাঝে এখনই কিন্তু স্বপ্নপূরণের জন্য পা বাড়ানোর সেরা সুযোগ।
ঋণের অঙ্ক, সময়কাল ও ক্রেডিট স্কোর সহ একাধিক বিষয়ের ওপর নির্ভর করে গোটা বিষয়টা। তবে গত ১৫ বছরের মধ্যে গৃহঋণে সুদের পরিমাণ সবথেকে কম এই মুহূর্তে। গৃহঋণের সুদ কমিয়েছে একাধিক ব্যাঙ্ক। ব্যাঙ্কভেদে একটা ধারণা ও কিছু বিস্তারিত তথ্য রইল।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- গ্রাহকসংখ্যার বিচারে ভারতের সবথেকে বড় ব্যাঙ্ক ৩০ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণের অঙ্কে ইন্টারেস্ট রেট বা সুদ নিচ্ছে ৬.৯ শতাংশ। ঋণের অঙ্ক ৩০ লাখের বেশি হলে তা ৭ শতাংশ। ৭৫ লক্ষের বেশি ঋণের ক্ষেত্রে ২৫ বেসিস পয়েন্ট ও ইয়োনোর মাধ্যমে আবেদনে ৫ বেসিস পয়েন্ট অতিরিক্ত ছাড় মিলবে।
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- দীপাবলী ঠিক আগে ১০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক। ৩০ লক্ষ টাকার উপরে সমস্ত গৃহঋণে তারা সুদ নিচ্ছে ৬.৯৫ শতাংশ। ৩১ ডিসেম্বেরর মধ্যে গৃহঋণের সুবিধা নিলে লাগবে না কোনও প্রসেসিং ফি-ও।
ব্যাঙ্ক অফ বরোদা- রেপোর সঙ্গে যুক্ত বাহ্যিক বেঞ্চমার্ক ১৫ বেসিস পয়েন্ট কমিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা। যার ফলে বর্তমানে তাদের সুদের অঙ্ক ৬.৮৫ শতাংশ।
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক- বার্ষিক ৬.৯ শতাংশ সুদে গৃহঋণ দেওয়ার কথা জানিয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। মহিলারা ঋণ নিলে সেক্ষেত্রে রয়েছে বাড়তি সুযোগ সুবিধা।
এছাড়া অ্যাক্সিস ব্যাঙ্ক ও এইচডিএফসি ব্যাঙ্ক ৬.৯ শতাংশ ও আইসিআইসিআই ব্যাঙ্ক ৬.৯৫ শতাংশে গৃহঋণ দিচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement