এক্সপ্লোর
Advertisement
যে কটা ভারতীয় দলে খেলেছি তার মধ্যে এটাই সেরা, বললেন জয়ের নায়ক পূজারা
সিডনি: তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে তিনটি সেঞ্চুরি। ৭৪ ব্যাটিং গড় রেখে সিরিজে মোট ৫৪১ রান করে অস্ট্রেলিয়ার মাটি থেকে ভারতের ইতিহাস তৈরির ভিত গড়ে দিয়েছেন চেতেশ্বর পূজারাই। সিডনি টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পাশাপাশি সিরিজের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও জিতে নিয়েছেন সৌরাষ্ট্রের ডানহাতি ব্যাটসম্যান।
প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার পর পূজারা জানিয়েছেন, যে কটা ভারতীয় দলে তিনি খেলেছেন, তার মধ্যে বিরাট কোহলির নেতৃত্বাধীন এই দলই সেরা। পূজারা বলেছেন, 'এটা আমাদের সকলের জন্য দারুণ একটা অনুভূতি। বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জেতার জন্য কঠোর পরিশ্রম করছিলাম। অস্ট্রেলিয়ার মাটিতে জেতা কখনওই সহজ নয়। যে সমস্ত ভারতীয় দলের হয়ে আমি খেলেছি, তার মধ্যে এটাই সেরা। দলের সকলকে অভিনন্দন জানাতে চাই।'
দলের বোলিং আক্রমণের ভূয়সী প্রশংসা করেছেন পূজারা। ৩০ বছরের ক্রিকেটার বলেছেন, 'আমাদের চারজন বোলার রয়েছে আর ২০টি উইকেট তোলা সহজ কাজ নয়। তাই আমাদের সমস্ত পেসার আর স্পিনারদের কৃতিত্ব দিতেই হবে। স্মরণীয় সাফল্য সকলের।'
নিজের অবদান নিয়ে পূজারা বলেছেন, 'দলকে সাহায্য করতে পেরে আমি ভীষণ খুশি। ব্যাটসম্যান হিসাবে গতি ও বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে পেরেছিলাম। তাছাড়া দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে খেলায় আমার টেকনিক অনেক সমৃদ্ধ হয়েছে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রস্তুতি আর আমি খুব ভাল ভাবে তৈরি হয়েই এসেছিলাম। আমার প্রাথমিক লক্ষ্যই ছিল অ্যাডিলেডে প্রথম টেস্টে সেঞ্চুরি করা ও ম্যাচ জিতে এগিয়ে যাওয়া।'
সিরিজ জয়ের উৎসবের ফাঁকেই শুরু হয়ে গিয়েছে পূজারার ভবিষ্যৎ পরিকল্পনা। আইপিএলে দল না পাওয়ায় খেলবেন না। পূজারা বলছেন, 'দেশে ফিরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলব। তারপর আইপিএলের সময় কাউন্টি ক্রিকেট খেলব। পরের টেস্ট সিরিজের ৬-৭ মাস দেরি রয়েছে। তার আগে প্রস্তুতি সেরে নিতে চাই। সীমিত ওভারের ক্রিকেট খেলতে পারলে ভাল লাগবে। তবে আমার প্রথম প্রেম সব সময়ই টেস্ট ক্রিকেট।'
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement