শ্রীনগরে বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম লস্কর কমান্ডার সহ ৩ জঙ্গি, মৃত্যু এক পুলিশকর্মীরও
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির সংঘর্ষে নিহত এক লস্কর-ই-চৈবা কমান্ডার সহ তিন জঙ্গি। নিহত হয়েছেন এক পুলিশকর্মীও। ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় স্কুল ও মোবাইল ইন্টারনেট পরিষেবা। পুলিশের তরফে জানানো হয়, গোপন সূত্রে খবর আসে শ্রীনগর শহর লাগোয়া ফতেহ কাদাল অঞ্চলে বেশ কয়েকজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় পুলিশ ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী। এক শীর্ষ পুলিশ আধিকারিক জানান, যে বাড়িতে জঙ্গিরা আত্মগোপন করেছিল বলে খবর, তা ঘিরে ফেলে বাহিনী। বাড়ির কাছে বাহিনী পৌঁছতেই, তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের ছোঁড়া গুলিতে এক জওয়ান গুরুতর জখম হন। পরে তিনি মারা যান। এদিকে, জঙ্গিদের গুলির জবাবে পাল্টা জবাব দেয় বাহিনীও। যে বাড়িতে জঙ্গিরা আত্মগোপন করেছিল জঙ্গিরা, তা ধ্বংস করে দেয় বাহিনী। তার আগেই জঙ্গিরা সেখান থেকে পালানোর চেষ্টা করলে, নিরাপত্তাবাহিনীর গুলিতে তারা খতম হয়। কাশ্মীর পুলিশের আইজি স্বয়ম প্রকাশ পানি জানান, তিন জঙ্গিকে নিকেশ করেছে বাহিনী। এদের মধ্যে একজন লস্কর কমান্ডার মেহরুদ্দিন বাঙড়ু। বাকি ২ জঙ্গি হল ফাহাদ ওয়াজা এবং রঈস। গুলি বিনিময়ে নিহত পুলিশকর্মীর নাম কমলকিশোর। ঘটনার জেরে শহরের কয়েকটি জায়গায় হিংসা ছড়িয়ে পড়ে। বাহিনী লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে স্থানীয়রা। এই ঘটনার পরই নিরাপত্তাজনিত কারণে শহরের সবকটি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। একইসঙ্গে মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়।