এক্সপ্লোর
Advertisement
অভিন্ন দেওয়ানি বিধির সময় এসেছে, বললেন রাজনাথ
সোমবার দিল্লি হাইকোর্টে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে দায়ের হওয়া একগুচ্ছ মামলার শুনানি।
দেহরাদুন: দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর আজ অযোধ্যা মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার কি অভিন্ন দেওয়ানি বিধিও চালু হবে? প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ তেমনই মনে করেন। আজ অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘সময় এসে গিয়েছে।’
সোমবার দিল্লি হাইকোর্টে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে দায়ের হওয়া একগুচ্ছ মামলার শুনানি। ১৫ তারিখ প্রধান বিচারপতি ডি এন পটেল ও বিচারপতি সি হরিশঙ্করের ডিভিশন বেঞ্চে শুনানি হবে। এ বছরের মে মাসে অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন করার দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সরকার ও আইন কমিশনকে হলফনামা দিতে বলে দিল্লি হাইকোর্ট। এবার এ বিষয়ে শুনানি হবে। তার আগে এ বিষয়ে নিজের মত জানিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী।
অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে রাজনাথ বলেছেন, ‘অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্ট যুগান্তকারী রায় দিয়েছে। এই রায়ে সর্বধর্ম সমভাবের অনুভূতি দৃঢ় হবে। সব ধর্মের মানুষের মধ্যে সম্পর্ক আরও ভাল হবে। সবার কাছে আমার আবেদন, এই রায়কে হার বা জয় হিসেবে দেখবেন না, শান্তি বজায় রাখুন।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement