এক্সপ্লোর
১০ হাজার টাকার মধ্যে প্রথম সারির পাঁচ স্মার্টফোন, এক ঝলকে কিছু ফিচার
কেউ স্মার্টফোন কিনতে চাইলে যদি বাজেট ১০ হাজার টাকার মতো হয় তাহলে পছন্দের তালিকায় আসতে পারে এই পাঁচটি স্মার্টফোন।

নয়াদিল্লি: কেউ স্মার্টফোন কিনতে চাইলে যদি বাজেট ১০ হাজার টাকার মতো হয় তাহলে পছন্দের তালিকায় আসতে পারে এই পাঁচটি স্মার্টফোন। ডিজাইনের সঙ্গে এই ফোনগুলির ফিচারও বেশ আকর্ষণীয়। দেখে নেওয়া যাক-এক নজরে। ১. Redmi Note 8 শাওমি-র Redmi Note 8 বেশ ভালো স্মার্টফোন, এর 4GB+64GB জিবি স্টোরেজ ভার্সনের দাম অবশ্য ১০ হাজার টাকার সামান্য বেশি। এর দাম ১০,৪৯৯ টাকা। এতে রয়েছে ৬.৩৯ ইঞ্চি আইপিএস ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে Qualcomm Snapdragon 665 প্রোসেসর। এতে রয়েছে 4000 mAh ব্যাটারি। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে 48MP + 8MP + 2MP + 2MP ক্যামেরা সেটআপ। সেলফির জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যায়। ২. Vivo U10 Vivo-র U10 বাজেট সেগমেন্টে ভালো স্মার্টফোন। একে 3 GB RAM+32 GB ইন্টারন্যাল স্টোরেজ। এই ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯০ টাকা। এতে রয়েছে 6.35 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে 13MP + 8MP + 2MP ট্রিপল ক্যামেরা সেটআপ। সেলফির জন্য রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা। পারফরম্যান্সের জন্য রয়েছে Qualcomm Snapdragon 665 AIE প্রোসেসর। এই সঙ্গে 18W চার্জি সাপোর্ট সম্পন্ন 5000 mAh ব্যাটারি রয়েছে। ৩. Realme C3 সম্প্রতি Realme তাদের নয়া স্মার্টফোন C3 ভারতের বাজারে এনেছে। এতে রয়েছে রিভার্স চার্জিং ফিচার সহ 5,000 এমএএইচ ব্যাটারি।এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য ফোনে রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও G70 চিপসেট। এই ফোন অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে। Realme C3-তে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এতে রয়েছে 12 MP প্রাইমারি লেন্স (এআই) ও 2 MP-র লেন্স দেওয়া হয়েছে। এর 4 GB RAM + 64 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭,৯৯৯ টাকা। ৪. Samsung Galaxy M30 বাজেট সেগমেন্টে স্যামসাং-এর গ্যালাক্সি M30 খুব ভালো স্মার্টফোন বলে মনে করা হয়। 3GB RAM+3GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৪৯৯ টাকা। পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে Exynos 7904 প্রোসেসর। পাওয়ারের জন্য এতে রয়েছে 5000 mAh ব্যাটারি। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে 13MP + 5MP + 5MP ক্যামেরা সেটআপ। সেলফির জন্য রয়েছে 16MP ক্যামেরা। এই ফোন Android 8.1 অপারেটিং সিস্টেমে কাজ করে। ৫. Samsung Galaxy M20 বাজেট সেগমেন্টে স্যামসাংয়ের গ্যালাক্সি M20 –ও বেশ ভালো। এর 3GB RAM+3GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা। পাওয়ারের জন্য এতে রয়েছে 5000 mAh ব্যাটারি। ফটোগ্রাফির জন্য রয়েছে 13MP+5MP ক্যামেরা। সেলফির জন্য রয়েছে 8MP সেলফি ক্যামেরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















