Tripura Municipal Election Live Updates: ত্রিপুরার পুরভোটে আরও ২ কোম্পানি সিএপিএফ মোতায়েন করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Tripura Municipal Elections Live: ত্রিপুরায় পুরভোটে আগের রাতে বিরোধী প্রার্থীদের বাড়িতে হামলার অভিযোগ উঠল। যদিও বিরোধী দলের প্রার্থীদের উপর হামলা-যোগ অস্বীকার করেছে বিজেপি।
LIVE
Background
প্রসেনজিৎ সাহা ও অর্ণব মুখোপাধ্যায়, আগরতলা: আজ ত্রিপুরায় পুরভোট। আজ সকাল সাতটায় শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকেল চারটে পর্যন্ত।
নিরাপত্তায় মোতায়েন থাকবে ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর), ত্রিপুরা পুলিশ ও সিআরপিএফ। আজ ত্রিপুরার ২০টি থানা এলাকার মোট ৬৪৪টি ভোট কেন্দ্রে নির্বাচন হবে। তার মধ্যে ৩৭০টি ভোট কেন্দ্রকে অতি স্পর্শকাতর এবং ২৭৪টি ভোটকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে। অতি স্পর্শকাতর ভোটকেন্দ্র গুলিতে ত্রিপুরা স্টেট রাইফেলসের চারজন জওয়ান মোতায়েন থাকবে। আগরতলার ভোটকেন্দ্রগুলিতে থাকবেন টিএসআর-এর পাঁচজন করে জওয়ান। অন্যদিকে, স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলিতে থাকবে চারজন করে ত্রিপুরা পুলিশের সশস্ত্র জওয়ান। এছাড়াও এরিয়া ডমিনেশন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন থাকছে ৬৫ সেকশন কেন্দ্রীয় বাহিনী।
কিন্তু এত বাহিনী থাকা সত্ত্বেও ত্রিপুরায় পুরভোট শান্তিপূর্ণ হবে কি না তা নিয়ে সন্দিহান বিরোধীরা। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, ‘সবটাই নির্ভর করবে সরকারের পলিটিক্যাল এগজিকিউটিভদের ওপর। ফ্যাসিস্টসূলভ সন্ত্রাস তো চলছে তাদের আমলেই। বাহিনী মোতায়েন করলেই হবে না, স্বাধীনতা দিতে হবে। মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছেন, কোর্ট বললেই ধরে আনতে হবে নাকি? পুলিশ তো আমার হাতে। এখানে ভোট প্রহসনে পরিত হয়েছে।’
পাল্টা উত্তর দিয়েছে শাসকদল। ত্রিপুরা বিজেপির সাধারণ সম্পাদক পাপিয়া দত্ত বলেছেন, ‘যা নিরাপত্তা দেওয়া হয়েছে যথেষ্ট। এভাবেই ভোট হওয়া উচিত।’
এরই মধ্যে ভোটের আগে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আগরতলা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী ফুলন ভট্টাচার্য। তাঁর অভিযোগ, মঙ্গলবার প্রচারের সময়সীমা শেষ হওয়ার পরই ১৭ নম্বর ওয়ার্ডে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আগরতলা পুরসভার যে এলাকায় এই অভিযোগ উঠেছে, সেখানেই থাকেন বিজেপি সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তবে গেরুয়া শিবির ভয় দেখানোর অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির বিরুদ্ধে তাদের প্রার্থীদের বাড়িতে হামলা ও এজেন্টদের ভয় দেখানোর অভিযোগে সরব হয়েছে তৃণমূলও।
ত্রিপুরার পুরভোটের আগেই প্রায় ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বিজেপি। বাকি আসনে কী হবে, তা জানতে সবার নজর আজকের ভোটের দিকে। ত্রিপুরা পুরভোটের ফল ঘোষণা হবে রবিবার।
Tripura Municipal Election Live: বিরোধীদের নিশানা বিজেপি বিধায়ক অরুণচন্দ্র ভৌমিকের
ভোটে হারবে জেনে বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে, প্রতিক্রিয়া বিলোনিয়ার বিজেপি বিধায়ক অরুণচন্দ্র ভৌমিকের।
Tripura Municipal Poll Live: পাল্টা যুক্তি বিজেপি বিধায়কের
ত্রিপুরায় পুরভোটের অশান্তি। বহিরাগতরা গন্ডগোল পাকাচ্ছে, দাবি বিজেপি বিধায়কের।
Tripura Municipal Election Live: ভোট-সন্ত্রাসের অভিযোগ শুনে মেজাজ হারালেন ত্রিপুরার মন্ত্রী
ভোট-সন্ত্রাসের অভিযোগ শুনে মেজাজ হারালেন ত্রিপুরার মন্ত্রী! ভোট সন্ত্রাসের অভিযোগ করায় ভোটারকেই ধমক সুশান্ত চৌধুরীর!
Tripura Municipal Poll Live: আগরতলার একাধিক ওয়ার্ডে আক্রান্ত বিরোধীরা
আগরতলার একাধিক ওয়ার্ডে আক্রান্ত বিরোধীরা। বিজেপির বিরুদ্ধে অভিযোগ। পুরভোটে হিংসা নিয়ে, বিরোধীদের পাশে দাঁড়িয়েছেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। সব রাজ্যেই এরকম অভিযোগ হয়, বলে মন্তব্য করেছেন ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী।
Tripura Municipal Election Live: ত্রিপুরার পুরভোটে দিনভর ছাপ্পা ভোটের অভিযোগ বিরোধীদের
ত্রিপুরার পুরভোটে দিনভর ছাপ্পা ভোট, বুথ দখল থেকে শুরু করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব বিরোধীরা।