এক্সপ্লোর
ব্যাঙ্কে তিরুমালা তিরুপতি দেবস্থানমের জমা টাকার পরিমাণ ছাড়াল ১২,০০০ কোটি
সারা বিশ্ব থেকে প্রতি বছর অন্তত আড়াই কোটি পুণ্যার্থী ২,০০০ বছরের পুরনো বেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিতে আসেন। মন্দিরের বার্ষিক আয় ৩,১০০ কোটি টাকা।

ফাইল ছবি
তিরুপতি: বিভিন্ন ব্যাঙ্কে তিরুমালা তিরুপতি দেবস্থানমের জমা টাকার পরিমাণ ১২,০০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। এই বিখ্যাত মন্দিরের এক আধিকারিক এই তথ্য জানিয়েছেন। তিনি সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক থেকে জমা অর্থের সুদ বাবদ প্রায় ৮৪৫ কোটি টাকা পায় মন্দির কর্তৃপক্ষ। এই আধিকারিক আরও জানিয়েছেন, সারা বিশ্ব থেকে প্রতি বছর অন্তত আড়াই কোটি পুণ্যার্থী ২,০০০ বছরের পুরনো বেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিতে আসেন। মন্দিরের বার্ষিক আয় ৩,১০০ কোটি টাকা। এছাড়া মন্দিরের ৮.৭ টন বিশুদ্ধ সোনা, ৫৫০ কেজি সোনার গয়না ও পাথর আছে। সোনার গয়নাগুলিকে বিশুদ্ধ সোনায় পরিণত করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
অটো






















