এক্সপ্লোর
কাশ্মীরের বান্দিপোরায় সংঘর্ষ, খতম ২ জঙ্গি

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার হাজিন অঞ্চলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম হল দুই জঙ্গি। ওই অঞ্চলে আরও কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না সেটা জানার জন্য তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে হাজিন অঞ্চল ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন নিরাপত্তারক্ষীরা। তখনই তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। নিরাপত্তারক্ষীরাও পাল্টা গুলি চালান। তাতেই দুই জঙ্গি খতম হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















