এক্সপ্লোর
দিব্যি ছিলেন চিনের মহিলা, দুর্ঘটনার পর সিটি স্ক্যান করাতে গিয়ে ধরা পড়ল মস্তিষ্কে গেঁথে জোড়া সূচ!
চিকিৎসকদের ধারণা, হয়তো ছোটবেলায় ঝু-এর মাথায় কোনও অসতর্ক মুহূর্তে সূচ দুটি ঢুকে গিয়েছিল। যে হেতু সূচগুলি এতটাই ছোট এবং সে গুলি মস্তিষ্কের গভীরে প্রবেশ করেনি, তাই সম্ভবত এগুলির উপস্থিতি ঝু-কে কোনও অসুবিধায় ফেলেনি।

বেজিং: একটি ছোটখাটো পথদুর্ঘটনার কবলে পড়েছিলেন ২৯ বছরের ঝু। চিকিৎসকদের পরামর্শে সিটি স্ক্যান করতে গিয়েছিলেন তিনি। কিন্তু পরীক্ষা করে যা জানলেন তাতে চক্ষু চড়কগাছ। দেখলেন তাঁর মস্তিষ্কে দুটি সূচ বিঁধে রয়েছে। চিনের হেনান প্রদেশের জেনঝাউ এলাকার বাসিন্দা ঝু একটি গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন। মাথায় কোনও রকম আঘাত লেগেছে কিনা, জানতে চিকিৎসকেরা তাঁকে সিটি স্ক্যানের পরামর্শ দিয়েছিলেন। সেই মতো সিটি স্ক্যান করেন তিনি। সিটি স্ক্যানের রিপোর্টে দেখা গিয়েছে, দুর্ঘটনায় তাঁর মাথায় কোনও আঘাত লাগেনি। কিন্তু মাথায় পাঁচ সেন্টিমিটার লম্বা দুটি সূচ আটকে রয়েছে। সূচগুলি প্রস্থে ৪.৯ মিলিমিটার। ঝু জানিয়েছেন, অতীতে কখনও তাঁর মাথায় অস্ত্রোপচার হয়নি। এমনকি, কখনও মাথায় অস্বস্তি বা যন্ত্রণাও উপলব্ধি করেননি। চিকিৎসকদের ধারণা, হয়তো ছোটবেলায় ঝু-এর মাথায় কোনও অসতর্ক মুহূর্তে সূচ দুটি ঢুকে গিয়েছিল। যে হেতু সূচগুলি এতটাই ছোট এবং সে গুলি মস্তিষ্কের গভীরে প্রবেশ করেনি, তাই সম্ভবত এগুলির উপস্থিতি ঝু-কে কোনও অসুবিধায় ফেলেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















