এক্সপ্লোর
Advertisement
উত্তর প্রদেশ বিধানসভা উপনির্বাচন- রামপুরে জয়ী আজম খানের স্ত্রী, লখনউ ক্যান্টে বিজেপি
নির্ধারিত হবে ১০৯ জন ভোটপ্রার্থীর ভাগ্য, ২১ তারিখ ভোটদানের হার ছিল ৪৭.০৫ শতাংশ।
লখনউ: উত্তর প্রদেশে যে ১১টি আসনে বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা চলছে, ২০১৭-র বিধানসভা ভোটে সেগুলির মধ্যে ৮টিতেই এগিয়ে ছিল বিজেপি। বাকি ৩টি আসন ভাগ করে নেয় সপা, বসপা ও আপনা দল। কিন্তু এবারের উপনির্বাচনে দেখা যাচ্ছে, যে ৮টি আসনের প্রাথমিক ফল সামনে এসেছে সেগুলির মধ্যে ৪টিতে বিজেপি। ২টিতে সপা এগিয়ে, ২টিতে বসপা, ১টিতে কংগ্রেস।
রামপুর কেন্দ্রে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির আজম খানের স্ত্রী তানজিন ফতেমা। আজম সংসদে যাওয়ার টিকিট পাওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হয়। জৈদপুরেও সপা এগিয়ে। আবার ইগলাস আসন থেকে বহুজন সমাজ পার্টি এগিয়ে। বিজেপি এগিয়ে লখনউ ক্যান্টনমেন্ট, মানিকপুর, প্রতাপগড় ও বালহা আসনে। কংগ্রেস গাঙ্গোহ আসনে এগিয়ে।
আজ উত্তর প্রদেশে জানা যাবে ১০৯ জন ভোটপ্রার্থীর ভাগ্য, ২১ তারিখ ভোটদানের হার ছিল ৪৭.০৫ শতাংশ। সব থেকে বেশি ভোট পড়ে সাহারানপুরের গঙ্গোহ কেন্দ্রে, ৬০.৩০ শতাংশ। আর সব থেকে কম ভোট পড়ে লখনউ ক্যান্টনমেন্ট বিধানসভায়, ২৮.৫৩ শতাংশ। এছাড়া গোবিন্দপুর ও ইগলাস কেন্দ্রেও বেশ কম ভোট পড়েছে। ভোটের লড়াই মূলত বিজেপি, বসপা ও সপার মধ্যে। এই তিন দল ও কংগ্রেস ১১টি আসনেই লড়ছে। লখনউ ক্যান্টনমেন্ট ও জালালপুর থেকে লড়ছেন সর্বাধিক ১৩ জন প্রার্থী। ঘোসী থেকে দাঁড়িয়েছেন ১২ জন, গঙ্গোহ, প্রতাপগড় ও বলহা থেকে ১১ জন করে ভোটে দাঁড়িয়েছেন।Tazeen Fatima, wife of Samajwadi Party leader Azam Khan, has won from Rampur Assembly Constituency by-polls. pic.twitter.com/TwsdtsY1wK
— ANI UP (@ANINewsUP) October 24, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement