এক্সপ্লোর
৬ মাস ধরে নাবালিকাকে ধর্ষণ! পলাতক বাবা

মুজফফরনগর: ১৪ বছরের মেয়েকে ৬ মাস ধরে ধর্ষণ করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা উত্তরপ্রদেশের মুজফফরনগর জেলার উমেরপুর গ্রামের। বুধানা থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গিয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। সার্কেল অফিসার হরিরাম যাদব জানিয়েছেন, মেয়েটির মা একদিন ধর্ষণের ঘটনা দেখতে পান। এরপরেই মেয়েকে প্রশ্ন করে তিনি জানতে পারেন, ৬ মাস ধরে এই কুকীর্তি চালিয়ে যাচ্ছিল তাঁর স্বামী। সে এই ঘটনার কথা কাউকে জানালে ফল ভাল হবে না বলে হুমকি দেয়। তবে সেই হুমকি অগ্রাহ্য করে মেয়েটির মা থানায় যান। মেয়েটির শারীরিক পরীক্ষা করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















