Uttar Pradesh Election Result 2022: জাতীয়বাদ, উন্নয়ন ও সুশাসনের প্রতি মানুষের আশীর্বাদেই এই বিপুল জয়, বললেন যোগী
Uttar Pradesh Assembly Election Result 2022: উত্তরপ্রদেশ-সহ ৪ রাজ্যের বিধানসভা ভোটে গেরুয়া ঝড়। লোকসভা ভোটের দু’বছর আগে কার্যত সেমিফাইনালের যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক জয় পেল বিজেপি।
লখনউ: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ফের গেরুয়া ঝড়। সাইকেলকে বুলডোজারে পিষে লখনউয়ের তখতে আবার যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) দল। তিন দশক পর উত্তরপ্রদেশে টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল কোনও সরকার। রেকর্ড গড়ল বিজেপি (BJP)। নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ঐতিহাসিক জয় উপহার দিলেন যোগী আদিত্যনাথ।
গোরক্ষপুর কেন্দ্র থেকে লক্ষাধিক ভোটে জিতেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই বিপুল জয়ের পর তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে চার রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি। প্রধানমন্ত্রীর উন্নয়ন ও সুশাসনেই মানুষ ভরসা রেখেছে। উত্তরপ্রদেশের উপর গোটা দেশের নজর ছিল। ভোটগণনা নিয়ে যে কুৎসা চলছিল, আজ মানুষ তার জবাব দিয়েছেন। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, আমাদের পূর্ণ সমর্থন করার জন্য। জাতীয়বাদ, উন্নয়ন ও সুশাসনের প্রতি মানুষের আশীর্বাদেই এই বিপুল জয়।’
যোগী আরও বলেন, ‘বিজেপির ডবল ইঞ্জিন সরকারের আমলে গত পাঁচ বছরে উত্তরপ্রদেশে উন্নয়ন হয়েছে। গরিবের উন্নয়নে যে পদক্ষেপ করা হয়েছে, মানুষ তারই প্রতিদান দিয়েছে। করোনাকালে যেভাবে মানুষের পাশে বিজেপি দাঁড়িয়েছে, এই জয় তারই পরিণাম। যখন আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছিলাম, তখন বিরোধীরা ষড়যন্ত্র করছিল। মানুষ বিরোধীদের ষড়যন্ত্রের জবাব দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে। মা-বোন-মহিলারা পাশে দাঁড়িয়েছেন বলেই বিজেপি ইতিহাস রচনা করতে চলেছে। নরেন্দ্র মোদির মতো নেতার জন্যই ইতিহাস রচনা করতে চলেছে বিজেপি। এই জয় আমাদের মানুষের কাছে আরও দায়বদ্ধ করে তুলবে।’
লোকসভা ভোটের দু’বছর আগে কার্যত সেমিফাইনালের যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক জয় পেল বিজেপি। চার রাজ্যের মধ্যে দু’টি রাজ্য, অর্থাৎ উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল তারা। বাকি দু’টি রাজ্যে বৃহত্তম দল হিসেবে উঠে এল। গোয়া ও মণিপুরে বিধানসভা ত্রিশঙ্কু হলেও, বিজেপির সরকার গড়া নিশ্চিত।
উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল বিজেপি। যোগী আদিত্যনাথ ১ লক্ষ ২ হাজার ভোটে জিতলেন। বিরোধীদের মধ্যে একমাত্র লড়াই দিল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। মায়াবতীর দল ও কংগ্রেস কার্যত ধুয়েমুছে গেল।