IPL 2025: আইপিএল শেষে ভারতীয় 'এ' দলের হয়ে মাঠে নামবেন বিরাট, রোহিতরা?
Indian Cricket Team: আইপিএল শেষ হওয়ারও প্রায় এক মাস পরে ভারতীয় দল নিজেদের ম্যাচ খেলতে নামবে।

মুম্বই: বর্তমানে রমরমিয়ে চলছে আইপিএলের আসর। ২৫ মে টুর্নামেন্টের ফাইনাল। তারপরে বেশ খানিকটা বিরতি। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) তারকারা আইপিএলের পর প্রায় এক মাস ক্রিকেটের বাইরে থাকবেন। আইপিএল শেষের পরে সেই ২০ জুন শুরু হবে ভারতীয় দলের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়। প্রতিপক্ষ ইংল্যান্ড। ৪৫ দিনের লম্বা এই সিরিজ়ের আগে দীর্ঘ বিরতি। ফলে ম্যাচ ফিটনেস ফিরে পেতে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) মতো সিনিয়র ক্রিকেটারদের খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় যে ভারতীয় দল সিরিজ় শুরুর আগে দুইটি অনুশীলন ম্যাচ খেলবে। বিবৃতিতে জানানো হয়, '৩০ মে ক্যান্টারবেরির সেন্ট লরেন্সের স্পিটফায়ার মাঠে প্রথম চারদিনের অনুশীলন ম্যাচ খেলা হবে। দ্বিতীয় ম্য়াচটি নর্দ্যাম্পটনের কাউন্ডি মাঠে এক সপ্তাহ পর ৬ জুন থেকে শুরু হবে।'
এই অনুশীলন ম্যাচগুলিতেই বিরাট কোহলিদের খেলার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে কোহলিদের পাশাপাসি বিলেতের বিমানে করুণ নায়ারকেও দেখা যেতে পারে। ঘরোয়া ক্রিকেটে করুণ নায়ার ব্যাট হাতে কার্যত আগুনে ফর্মে ছিলেন করুণ। রঞ্জি ট্রফিতে ৫৪-র গড়ে ৮৬৩ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। তাঁর ব্যাটে ভর করেই তো বিদর্ভ রঞ্জি চ্যাম্পিয়ন হয়। তাই তাঁকে হয়তো সেই ঐতিহাসিক ট্রিপল হান্ড্রেডের পর ফের একবার সুযোগ দেবেন ভারতীয় নির্বাচকরা। অন্তত রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে।
তবে ভারতীয় 'এ' দল ঘোষণা হতে এখনও অনেকটাই সময় বাকি রয়েছে। আইপিএলের নক আউটের আশেপাশে অনুশীলন ম্যাচের জন্য দল ঘোষণা করা হবে বলে খবর। এক সূত্র পিটিআইকে জানান, 'দল ঘোষণার জন্য তো অনেক সময় রয়েছে। নক আউটের আগে বা তার ঠিক পরপরই দলের ঘোষণা করা হবে। সেই সময়ই বোঝা যাবে কোন কোন খেলোয়াড়রা এই ম্যাচগুলিতে অংশগ্রহণ করবেন, কারা উপলব্ধ রয়েছেন।'
বর্ডার-গাওস্কর ট্রফিতে চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্সের পরেও, খুব হেরফের না হলে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ে রোহিত শর্মাকেই ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে। তবে যশপ্রীত বুমরা কতটা ফিট, সেইদিকে কিন্তু বাড়তি নজর থাকবে। অজ়িভূমে চোট পাওয়ার পর এখনও মাঠে নামেননি তিনি। আইপিএলে এখনও তাঁকে দেখা যায়নি। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে তাঁর ফিটনেসের দিকে সকলের নজর থাকবে।




















