Uttarakhand Glacier Collapse LIVE: তপোবন সুড়ঙ্গে আজও সারারাত ধরে চলবে উদ্ধারকার্য, জানাল আইটিবিপি
Uttarakhand Chamoli Glacier Collapse LIVE Updates: উত্তরাখণ্ডে গতকালের বিপর্যয়ের পর আজও জোরকদমে চলছে উদ্ধারকার্য।
LIVE
Background
চামোলি: উত্তরাখণ্ডের চামোলিতে হিমবাহ ভেঙে তুষারধসে বিপর্যয়ের পর জোরকদমে চলছে উদ্ধারকাজ। চামোলি জেলার পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ১৮টি দেহ উদ্ধার করা হয়েছে। সেনা ও বায়ুসেনা ছাড়াও উদ্ধারকাজে নেমেছে আইটিবিপি ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। অন্তত ১৭০ জন নিখোঁজ বলে দাবি আইটিবিপি-র।
উত্তরাখণ্ডে এই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে মাথাচাড়া দিয়েছে রাজনৈতিক বিতর্কও। বিজেপি নেত্রী উমা ভারতীর দাবি, তিনি অনেক আগেই উত্তরাখণ্ডে জলবিদ্যুত্ প্রকল্পের বিরুদ্ধে সরব হয়েছিলেন। অথচ তাঁর কথা কেউ শোনেনি।
উত্তরাখণ্ডে বিপর্যয়ের প্রেক্ষিতে এক বার্তায় রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, তারা উদ্ধারকাজে যে কোনওরকম সাহায্যের জন্য প্রস্তুত। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব।
গতকাল সকালে জোশীমঠের কাছে নন্দাদেবী হিমবাহ ভেঙে তুষার আর কাদাগোলা জলের তোড়ে ভেসে গেছে একাধিক গ্রাম। ক্ষতিগ্রস্ত তপোবন বিষ্ণুগড় জল বিদ্যুৎ প্রকল্পের বাঁধ। ওই প্রকল্পে কর্মরত বেশ কয়েকজন শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না।
বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামগুলিতে খাবার পৌঁছে দিচ্ছে আইটিবিপি
তপোবন সুড়ঙ্গে সারারাত ধরে চলবে উদ্ধারকার্য
উত্তরাখণ্ডে হেলিপ্যাড অ্যাকটিভেশন টিম পাঠাল বায়ুসেনা
উত্তরপ্রদেশের মানুষের জন্য টোল ফ্রি নম্বর, হোয়াটসঅ্যাপ চালু যোগীর
উচ্চপর্যায়ের বৈঠক উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
