এক্সপ্লোর
দেখুন: ভালুক বেশে ওঁরা কারা? দেখেই প্রাণপনে পিঠটান বাঁদরবাহিনীর
উত্তর ভারতে বিগত কয়েক বছরে দ্রুত নগরায়ণ বাঁদর সহ বন্যপ্রাণীদের কোণঠাসা করে তুলেছে। মনুষ্য বসতি গিলে নিচ্ছে আরও বেশি বনাঞ্চল। ফলে, বাসভূমি হারাতে হচ্ছে বন্যপ্রাণীদের।
নয়াদিল্লি: উত্তর ভারতে বিগত কয়েক বছরে দ্রুত নগরায়ণ বাঁদর সহ বন্যপ্রাণীদের কোণঠাসা করে তুলেছে। মনুষ্য বসতি গিলে নিচ্ছে আরও বেশি বনাঞ্চল। ফলে, বাসভূমি হারাতে হচ্ছে বন্যপ্রাণীদের। এই পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় মানুষ ও শাখামৃগকূলের সম্পর্ক খুবই জটিল হয়ে পড়েছে। বিভিন্ন জনবসতিতে বাঁদরবাহিনীর দাপিয়ে বেড়ানো নতুন কিছু নয়।
উত্তরাখণ্ডের মিরথিতে আইটিবিপি-র ক্যাম্পেও শাখামৃগবাহিনীর লম্ফঝম্প বিলকুল চলে। তাদের এই দৌরাত্ম্যে নাকাল সেখানকার কর্মীরা। সে জন্যই সম্ভবত বাঁদর বাহিনী তাড়াতে ভিন্ন কৌশল নিলেন আইটিবিপি-র দুই কর্মী। সংবাদসংস্থা এএনআই এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছে। আইটিবিপি-র ওই দুই কর্মী ভালুক সেজে তাড়া করলেন বাঁদরদের। তাঁদের ভালুকের বেশে আসতে দেখে নিকটবর্তী জঙ্গলে পড়িমড়ি পিঠটান দিল বাঁদর বাহিনী।
এই ভিডিও অনলাইনে শেয়ার হওয়ার পর কয়েক হাজার বার তা দেখা হয়েছে। লাইকও পড়ছে দেদার। অভিনব এই কৌশল দেখে হাসি চাপতে পারছেন না নেটিজেনদের অনেকেই। গত মাসেই গুজরাতে বিমানবন্দরের এক আধিকারিককে সর্দার বল্লভভাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভালুকের পোশাক পরে বাঁদর বাহিনীতে তাড়াতে দেখা গিয়েছিল। মনুষ্য বসতির সম্প্রসারণের ফলে বন্যপ্রাণীদের স্বাভাবিক বাসভূমি ধ্বংস হচ্ছে। ফলে বিভিন্ন শহর, জনপদে বাঁদর বাহিনীর দাপট দেখা যায় ।#WATCH: 2 Indo-Tibetan Border Police personnel at ITBP Camp-Mirthi, Uttarakhand dressed in 'bear' costume to scare away monkeys on the premises. (Source-ITBP) pic.twitter.com/YeZXaXAgze
— ANI (@ANI) March 9, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement