এক্সপ্লোর
জেলবন্দিদের সংশোধনের জন্য বাজপেয়ীর কবিতা ব্যবহার করা যেতে পারে, প্রস্তাব উত্তরপ্রদেশের মন্ত্রীর
![জেলবন্দিদের সংশোধনের জন্য বাজপেয়ীর কবিতা ব্যবহার করা যেতে পারে, প্রস্তাব উত্তরপ্রদেশের মন্ত্রীর Vajpayee's poems may be used to reform prisoners in jails, proposes UP minister জেলবন্দিদের সংশোধনের জন্য বাজপেয়ীর কবিতা ব্যবহার করা যেতে পারে, প্রস্তাব উত্তরপ্রদেশের মন্ত্রীর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/08/20191632/index.php_.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ: জেলবন্দিদের মনে ইতিবাচক প্রভাব ফেলার লক্ষ্যে সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর কবিতা শোনানোর প্রস্তাব দিলেন উত্তরপ্রদেশের কারা দফতরের প্রতিমন্ত্রী জয়কুমার জয়কি। তিনি বলেছেন, ‘আমি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে (যোগী আদিত্যনাথ) অনুরোধ জানাব, রাজ্যের বিভিন্ন জেলে বন্দিদের যদি অটলজির জীবন, কর্মকাণ্ড ও ইতিহাসের কথা শোনানো হয় এবং তাঁর কবিতা আবৃত্তি করা হয়, তাহলে নিশ্চয়ই ইতিবাচক প্রভাব পড়বে। জেলবন্দিরা যদি অটলজির জীবন, কবিতা ও সংগ্রাম থেকে অনুপ্রেরণা পেতে চান, আমি নিশ্চিত, তাঁরা অপরাধের পথ ছেড়ে জীবনের মূলস্রোতে ফিরে আসবেন।’
উত্তরপ্রদেশের কারা দফতর রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। তিনি জয়কুমারের এই প্রস্তাবে সম্মতি জানাতে পারেন বলেই সূত্রের খবর। প্রয়াত বাজপেয়ীর প্রতি আদিত্যনাথেরও শ্রদ্ধার পরিচয় পাওয়া গিয়েছে। গত ২৫ ডিসেম্বর বাজপেয়ীর ৯৩-তম জন্মদিনে বিভিন্ন জেলে বন্দি ৯৩ জনকে মুক্তি দেয় উত্তরপ্রদেশ সরকার। এই বন্দিদের জেলে থাকার মেয়াদ শেষ হয়ে গেলেও, তাঁরা জরিমানার টাকা দিতে পারছিলেন না বলে মুক্তি পাচ্ছিলেন না। অবশেষে বাজপেয়ীর জন্মদিনে তাঁদের রেহাই মেলে। বর্তমানে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলে বন্দির সংখ্যা প্রায় ৯৮ হাজার। তাঁদের জীবনে বদল আনার জন্য এবার বাজপেয়ীর কবিতা শোনানো হতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)