এক্সপ্লোর
মাঝেরহাট উড়ালপুল কাণ্ড, বিদ্যাসাগর সেতুতে তীব্র যানজট

হাওড়া: মাঝেরহাট উড়ালপুল বিপর্যয়ের কারণে একাধিক রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা বহাল করা হয়েছে। এর জেরে বিদ্যাসাগর সেতুতে হাওড়া থেকে কলকাতামুখী লেনে প্রবল যানজট চলছে। ভোর ৪টে থেকে সেতুর উপর আটকে রয়েছে পণ্যবাহী লরি-ট্রাক। আটকে পড়ে স্কুলমুখী পড়ুয়াবোঝাই বাসও।
যানজট এড়াতে হাওড়া ব্রিজ ধরার পরামর্শ দিয়েছে পুলিশ। মাঝেরহাট উড়ালপুল বিপর্যয়ের জেরে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানোতেই এই বিপত্তি। ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রী ও স্কুলপড়ুয়ারা।
যানজট এড়াতে হাওড়া ব্রিজ ধরার পরামর্শ দিয়েছে পুলিশ। মাঝেরহাট উড়ালপুল বিপর্যয়ের জেরে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানোতেই এই বিপত্তি। ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রী ও স্কুলপড়ুয়ারা। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















