এক্সপ্লোর
Advertisement
কী ভয়ঙ্কর!! চকিতে জল থেকে ঝাঁপ দিয়ে উঠে চিতাকে জলে টেনে নিয়ে গেল কুমীর, ভিডিও ভাইরাল
বন্যজন্তুদের বিভিন্ন কার্যকলাপের ভিডিও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সামনে আসে। এবার এমনই একটি ভিডিও সামনে এল, যাতে কুমীরের শিকার করার ক্ষমতা দেখলে আশ্চর্য হয়ে যেতে হয়। একটি চিতাকে ১৩ ফুট এক কুমীরের জলে টেনে নিয়ে যাওয়ার ফুটেজ সামনে এসেছে। ভিডিওটি ধরা পড়েছে দক্ষিণ আফ্রিকার ওয়াইল্ডআর্থ সাফারির গাইড বুসানি এমটিশালি। ডেইলে মেলে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অ্যান্ড বেয়ন্ড ফিন্ডা প্রাইভেট গেম রিজার্ভের এই ঘটনা ঘটেছে।
নয়াদিল্লি: বন্যজন্তুদের বিভিন্ন কার্যকলাপের ভিডিও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সামনে আসে। এবার এমনই একটি ভিডিও সামনে এল, যাতে কুমীরের শিকার করার ক্ষমতা দেখলে আশ্চর্য হয়ে যেতে হয়। একটি চিতাকে ১৩ ফুট এক কুমীরের জলে টেনে নিয়ে যাওয়ার ফুটেজ সামনে এসেছে। ভিডিওটি ধরা পড়েছে দক্ষিণ আফ্রিকার ওয়াইল্ডআর্থ সাফারির গাইড বুসানি এমটিশালি। ডেইলে মেলে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অ্যান্ড বেয়ন্ড ফিন্ডা প্রাইভেট গেম রিজার্ভের এই ঘটনা ঘটেছে।
একটি চিতা জলাশয়ের ধারে ঘোরাফেরা করছিল। ধারে দাঁড়িয়ে জল খেতে মুখ নিচু করে সে। ক্ষুণাক্ষরেও চিতাটি বুঝতেও পারেনি জলে ওৎ পেতে রয়েছে চরম বিপদ। জল খাওয়ার জন্য মুখ বাড়ানো মাত্রই জল থেকে চকিতে ঝাঁপ দিয়ে ওঠে একটি বিশাল কুমীর। চোখের পলক ফেলার আগেই চিতাকে কামড়ে ধরে জলে টেনে নিয়ে যায় কুমীরটি। চিতাকে আত্মরক্ষার কোনও অবকাশই দেয়নি কুমীরটি।
এরপর জলে কিছুটা তরঙ্গ ওঠে। ধীরে ধীরে তা মিলিয়ে যায়। চিতার হতচকিত সঙ্ঘী জলাশয়ের পাড়ে কিছুটা ঘোরাফেরা করে।
ওই গাইডকে বলতে শোনা যায়, এটা খুবই যন্ত্রণাদায়ক। তাঁকে বলতে শোনা যায়, এক্ষেত্রে আমাদের কিছুই করার ছিল না। কুমীরটি চিতার জন্য জলে গা ঢাকা দিয়ে ওৎ পেতে ছিল।
ওয়াইল্ডআর্থ ডট টিভি ফেসবুকে ভিডিও শেয়ার করে লিখেছে, ওয়াইল্ডআর্থের লাইভ সাফারিতে গাইড বুসানি এমটিশালি একটি মা চিতা ও তার দুই শাবকের মুখোমুখি হয়েছিলেন। তৃষ্ণা মেটাতে জলাশয়ের দিকে এগোচ্ছিল একটি চিতা। বুসানি তখন কুমীরটিকে ওৎ পেতে থাকতে দেখেন। এরপর যা ঘটনা তা খুবই দুঃখজনক।
আসলে প্রকৃতিতে এমনটাই স্বাভাবিক। জীবন চক্রে প্রত্যেক প্রাণীরই নিজস্ব ভূমিকা থাকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement