এক্সপ্লোর
মায়ের মুখে স্কুল খোলার কথা শুনেই কান্না শিশুর, মজাদার ভিডিও ভাইরাল
করোনাভাইরাস সবাইকে গৃহবন্দি করে দিয়েছে। দ্রুতহারে সংক্রমণের প্রসার রোধে বেশ কয়েক দফায় লকডাউন করা হয়েছে। বন্ধ ছিল অফিস, স্কুল-কলেজ। লকডাউনে অফিসের কাজকর্ম থেকে পড়াশোনা-প্রায় সবই চলেছে অনলাইন।

নয়াদিল্লি: করোনাভাইরাস সবাইকে গৃহবন্দি করে দিয়েছে। দ্রুতহারে সংক্রমণের প্রসার রোধে বেশ কয়েক দফায় লকডাউন করা হয়েছে। বন্ধ ছিল অফিস, স্কুল-কলেজ। লকডাউনে অফিসের কাজকর্ম থেকে পড়াশোনা-প্রায় সবই চলেছে অনলাইন। এ জন্য সাধারণ মানুষকে তীব্র সমস্যার মুখে পড়তে হয়েছে। এখন আনলক পর্বে ধীরে ধীরে অফিস-কাছারি খুললেও স্কুল-কলেজ বন্ধই হয়েছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সেদিকে তাকিয়ে সবাই। কিন্তু এর ব্যতিক্রমও রয়েছে।
চমকে যাবেন না। আসলে কিছু খুদে পড়ুয়া এমন চাইছে। যেমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই শিশু। স্কুল খোলার কথা শোনা মাত্রই ডুকরে কেঁদে উঠছে সে। আর এই ভিডিও দেখলে হাসি চেপে রাখা ভার।
Ab kya karen!! ???????? pic.twitter.com/qpws0sxrR7
— Dr Arvind Mayaram اروند مایارام अरविंद मायाराम (@MayaramArvind) August 10, 2020
;
প্রাক্তন অর্থ সচিব অরবিন্দ মায়ারাম তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে এই ভিডিও শেয়ার করে লিখেছেন, এখন আর কী করা যাবে...। স্কুল খোলার কথা শুনেই ভয় পেয়ে ডুকরে কেঁদে ওঠে এই শিশু।
ভিডিওতে এই শিশুর মা তাকে বলে, এসো, হাত তোলো দোয়ার জন্য। দোয়ার জন্য শিশুটি হাত তুলতেই মা বলেন, চলো বলো আল্লা...আমি দুয়া করছি যে ১৫ তারিখ থেকে যেন স্কুল খুলে যায়।
এ কথা শুনেই কেঁদে ফেলে ওই শিশু। আর তার ওই কান্না দেখে আশেপাশের সবাই হেসে ফেলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
জেলার
Advertisement
