এক্সপ্লোর
ভাইরাল ভিডিও: পাহাড়ের ঢালু জমি বেয়ে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ছে স্নো লেপার্ড, তারপর...
উঁচু পাহাড়ের পাথুরে উঁচু-নিচু জমিতে শিকারের পিছু ধাওয়া করছে একটি স্নো লেপার্ড। এমনই একটি রুদ্ধশ্বাস ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ১.১৭ সেকেন্ডের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা।
![ভাইরাল ভিডিও: পাহাড়ের ঢালু জমি বেয়ে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ছে স্নো লেপার্ড, তারপর... viral video-Snow leopard chases its prey ভাইরাল ভিডিও: পাহাড়ের ঢালু জমি বেয়ে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ছে স্নো লেপার্ড, তারপর...](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/03031208/T.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: উঁচু পাহাড়ের পাথুরে উঁচু-নিচু জমিতে শিকারের পিছু ধাওয়া করছে একটি স্নো লেপার্ড। এমনই একটি রুদ্ধশ্বাস ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ১.১৭ সেকেন্ডের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা।
ভিডিওতে দেখা গিয়েছে, পাহাড়ি ঢালু জমিতে দুটি স্নো লেপার্ড। শিকার ছিল খানিক দূরেই। একটি স্নো লেপার্ড ঢালু জমি বেয়ে সর্তকতার সঙ্গে এগিয়ে যায় শিকারের দিকে। বিপদ বুঝতে পেরে শিকারও পাহাড়ের ঢাল বেয়ে দ্রুত পালিয়ে যাওযার চেষ্টা করে। কিন্তু শিকারের পিছু ধাওয়া করে শিকারী।
একটা সময় শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে স্নো লেপার্ডটি। কিন্তু শিকার কোনওক্রমে নাগাল এড়িয়ে পালিয়ে গিয়ে পাহাড়ের নিচ দিয়ে বয়ে চলা নদীতে। এরপর সাঁতরে পালিয়ে যায়। শিকার হাতছাড়া হয় স্নো লেপার্ডের।
নন্দা ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, এত কাছে, কিন্তু তবু কত দূরে। স্নো লেপার্ড ও এর শিকার দেখার মতো বিষয়। ক্যামেরায় এদের ছবি খুব কমই ধরা পড়ে।
স্নো লেপার্ড সাধারণত উঁচু থেকে শিকারকে আক্রমণ করে এবং পাহাড়ের ঢাল বেয়ে নেমে এসে শিকার ধরে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বাজেট
বাজেট
খবর
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)