এক্সপ্লোর
Advertisement
ভাইজাগ গ্যাস দুর্ঘটনা: এলজি পলিমার্সকে ৫০ কোটি টাকা অন্তবর্তী জরিমানা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের
শিশু-সহ ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এক হাজারেরও বেশি মানুষ।
বিশাখাপত্তনম: ভাইজাগ গ্যাস দুর্ঘটনায় অভিযুক্ত সংস্থা এলজি পলিমার্সকে প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ক্ষয়ক্ষতির বিবরণ শোনার পরে বাকি টাকা ধার্য করা হবে।
ভাইজাগের গ্যাস দুর্ঘটনা নিয়ে ট্রাইব্যুনাল ইতিমধ্যেই পরিবেশ মন্ত্রক, বনবিভাগ, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ এবং আবহাওয়া দফতরকেও এই মর্মে নোটিস পাঠিয়েছে। বিষাক্ত গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ায় লাগোয়া এলাকার প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ বিপন্ন। প্রচুর বাসিন্দা অসুস্থ। অনেকের মৃত্যু হয়েছে। এলাকার জলের ক্ষতি হয়েছে। পশুপাখির ক্ষতি হয়েছে। এসবেরই ক্ষতিপূরণ বাবদ ৫০ কোটি টাকা জমা করতে হবে। ক্ষতির হিসেব মিটলে টাকার অঙ্ক বাড়তেও পারে।
কোভিড-১৯ লকডাউনের কারণে ভাইাজাগের এলজি পলিমার্স ইন্ডাস্ট্রি ৪০ দিনের উপরে বন্ধ রয়েছে। বৃহস্পতিবার শুধু ভোরবেলাতেই নয়, রাত বাড়লেও ফের বিশাখাপত্তনমের ওই কারখানা থেকে গ্যাস লিক শুরু হয়। এই ঘটনা জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন কারাখানা লাগোয়া আশপাশের গ্রামের বাসিন্দারা। বাড়ি ছেড়ে লোকে রাস্তায় বেরোতে থাকেন। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগায় দমকলের ৫০ জন কর্মী ও জাতীয় বিপর্য় মোকাবিলা বাহিনীর একটি দল। বিশাখাপত্তনমের দমকল কর্তা সন্দীপ আনন্দ জানান, নিরাপত্তার কারণে আগেভাগেই কারখানা লাগোয়া ২-৩ কিলোমিটারের মধ্যে থাকা গ্রামগুলি খালি করার কাজ শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখা হয়েছে। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। আছে দু'টি ফোম টেন্ডারও। দমকলের কর্মীরা গ্যাস লিক বন্ধ করার চেষ্টা করছেন।
আরআর ভেঙ্কটপুরম গ্রামে রয়েছে এলজি পলিমার্স ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার সকালে সেখান থেকেই বিষাক্ত রাসায়নিক গ্যাস লিক হয়েছে। শিশু-সহ ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এক হাজারেরও বেশি মানুষ। অসুস্থদের মধ্যে কমপক্ষে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement