এক্সপ্লোর
Advertisement
দিল্লির রাস্তায় বাইক আরোহী ছিনতাইবাজকে ধরে মার মহিলার, ভাইরাল সিসিটিভি ফুটেজ
রাজধানী দিল্লির নাঙ্গলোই এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বাইক আরোহী দুই দুষ্কৃতী এক মহিলার গলার হার ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। চকিতেই ওই মহিলা ধরে ফেললেন এক দুষ্কৃতীকে।
নয়াদিল্লি: রাজধানী দিল্লির নাঙ্গলোই এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বাইক আরোহী দুই দুষ্কৃতী এক মহিলার গলার হার ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। চকিতেই ওই মহিলা ধরে ফেললেন এক দুষ্কৃতীকে। ৩০ অগাস্টের এই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা ওই সাহসিনীর তত্পরতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
একটি মেয়ের সঙ্গে রিক্সাতে আসছিলেন ওই মহিলা। রিক্সা থেকে নেমে চালককে ভাড়া মিটিয়ে দেওয়ার পর রাস্তা অতিক্রম করছিলেন তাঁরা। সেই সময়ই দুই বাইক আরোহী তাঁদের একেবারে পাশে চলে আসে। দুজনের পাশ দিয়ে যাওয়ার সময় বাইকের পিছনে বসা দুষ্কৃতী ওই মহিলার গলার হার ছিনিয়ে নেয়। চোখের পলক পড়তে না পড়তেই ওই মহিলা ছুটে গিয়ে পিছনে বসা দুষ্কৃতীকে ধরে ফেলেন। দুষ্কৃতী বাইক থেকে পড়ে যায়। মহিলা দুষ্কৃতীর হাত টেনে তাকে বাইক থেকে নামতে বাধ্য করেন এবং বেশ কয়েক ঘা বসিয়েও দেন। যে বাইক চালাচ্ছিল, সে কোনক্রমে পালিয়ে যেতে সক্ষম হয়। এরইমধ্যে পথচারীরা চলে আসেন এবং ধরা পড়া দুষ্কৃতীকে ঘিরে ধরেন।
সংবাদসংস্থা জানিয়েছে, দুই ছিনতাইকারীকেই পুলিশ পাকড়াও করেছে।
দিল্লিতে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা আকছারই ঘটে। প্রকাশ্য দিবালোকে লোকজনের মহার্ঘ সামগ্রী ছিনতাইয়ের অনেক ঘটনাই ঘটেছে। এ ধরনের ঘটনা রোখার ক্ষেত্রে পুলিশের ভূমিকা তেমন উজ্জ্বল নয়।#WATCH: Bike borne chain snatchers caught red-handed by a woman and her daughter in Nangloi, Delhi on August 30. The chain snatchers were later arrested by police. pic.twitter.com/vdLpztOKYw
— ANI (@ANI) September 3, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement