WBPSC Interview Schedule 2021: একাধিক চাকরির ইন্টারভিউয়ের সূচি প্রকাশ পিএসসি-র
কারা ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হয়েছেন, কমিশনের ওয়েবসাইটে গিয়ে তার সম্পূর্ণ তালিকা দেখে নিতে পারবেন চাকরিপ্রার্থীরা।
![WBPSC Interview Schedule 2021: একাধিক চাকরির ইন্টারভিউয়ের সূচি প্রকাশ পিএসসি-র WBPSC Interview Schedule 2021 West Bengal Public Service Commission Released Interview Dates Download PDF wbpsc.gov.in WBPSC Interview Schedule 2021: একাধিক চাকরির ইন্টারভিউয়ের সূচি প্রকাশ পিএসসি-র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/19/98478653e14bee4a895024b78f9e1fca_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: একাধিক চাকরির পরীক্ষার ইন্টারভিউয়ের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। কারা ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হয়েছেন, কমিশনের ওয়েবসাইটে গিয়ে তার সম্পূর্ণ তালিকা দেখে নিতে পারবেন চাকরিপ্রার্থীরা। কমিশনের ওয়েব সাইট থেকে ইন্টারভিউয়ের কল লেটার ডাউনলোড করে নিতে পারবেন নির্বাচিত চাকরিপ্রার্থীরা। ইন্টারভিউয়ের তারিখের এক সপ্তাহ আগে পর্যন্ত কল লেটার ডাউনলোড করার সুযোগ পাওয়া যাবে। বিশদ তথ্যের জন্য পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট https://wbpsc.gov.in
১) বিজ্ঞপ্তি নম্বর - ৩১/২০১৯, পদ - পশ্চিমবঙ্গ কারা দফতরের অধীনস্থ রাজ্যের সংশোধনাগারের ওয়েলফেয়ার অফিসার, ইন্টারভিউয়ের তারিখ - ২৬ মার্চ, ২০২১
২) বিজ্ঞপ্তি নম্বর - ২৫(১)/২০১৯, পদ - পশ্চিমবঙ্গ শ্রম দফতরের অধীনস্থ সায়েন্টিফিক অ্যাসিসট্যান্ট (কেমিক্যাল), ইন্টারভিউয়ের তারিখ - ২০ এপ্রিল, ২০২১
৩) বিজ্ঞপ্তি নম্বর - ২৫(৪)/২০১৯, পদ - পশ্চিমবঙ্গ শ্রম দফতরের অধীনস্থ সায়েন্টিফিক অ্যাসিসট্যান্ট (ওয়েল্ডার্স সার্টিফিকেশন), ইন্টারভিউয়ের তারিখ - ২০ এপ্রিল, ২০২১
৪) বিজ্ঞপ্তি নম্বর - ৬/২০১৯, পদ - পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দফতরের অধীনস্থ ডাইরেক্টরেট অফ ট্রান্সপোর্টেশনের সহকারী ম্যানেজার (কলকাতা ট্রান্সপোর্ট ফ্লিট), ইন্টারভিউয়ের তারিখ - ২০ এপ্রিল, ২০২১
৫) বিজ্ঞপ্তি নম্বর - ১৯/২০১৯, পদ - পশ্চিমবঙ্গ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ ও হর্টিকালচার দফতরের অধীনস্থ ডিরেক্টরেট অফ সিঙ্কোনা ও অন্যান্য মেডিসিনাল প্লান্টের বোটানিস্ট (ডব্লিউবিজিএস), ইন্টারভিউয়ের তারিখ - ২১ এপ্রিল, ২০২১
৬) বিজ্ঞপ্তি নম্বর - ১৫/২০১৯, পদ - পশ্চিমবঙ্গ শ্রম দফতরের অধীনস্থ ডাইরেক্টরেট অফ ইএসআইয়ের (এমবি) ডায়ালিসিস টেকনিশিয়ান গ্রেড থ্রি, ইন্টারভিউয়ের তারিখ - ২২ এপ্রিল, ২০২১
৭) বিজ্ঞপ্তি নম্বর - ১৪/২০১৯, পদ - পশ্চিমবঙ্গ কৃষি বিপণন দফতরের অধীনস্থ রাজ্যের জুনিয়র এগ্রিকালচারাল সার্ভিস (মার্কেটিং)-এর এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার (ট্রেনিং ও ক্যানিং), ইন্টারভিউয়ের তারিখ - ১৭ ও ১৮ মে, ২০২১
৮) বিজ্ঞপ্তি নম্বর - ৩২/২০১৯, পদ - পশ্চিমবঙ্গ পরিবহণ দফতরের অধীনস্থ মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর (নন টেকনিক্যাল), ইন্টারভিউয়ের তারিখ - ১৯. ২০, ২১ ও ২৪ মে, ২০২১
৯) বিজ্ঞপ্তি নম্বর - ৩৫/২০১৯, পদ - পশ্চিমবঙ্গ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ ও হর্টিকালচার দফতরের অধীনস্থ উদ্যান পালন প্রযুক্তি সহায়ক, ইন্টারভিউয়ের তারিখ - ২৭, ২৮ ও ৩১ মে এবং ১ ও ২ জুন, ২০২১
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)