WB Election 2021 news: নির্বাচনের আগে পুলিশকর্মীদের জন্য বড় ঘোষণা মমতার
নির্বাচনের আগে ছুটি বাবদ বেতন বাড়ল পুলিশের। পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অধঃস্তন পদে কর্মরত পুলিশ কর্মীদের আর্থিক সুরাহার বন্দোবস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সুমন ঘড়াই, কলকাতা: নির্বাচনের আগে ছুটি বাবদ বেতন বাড়ল পুলিশের। পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অধঃস্তন পদে কর্মরত পুলিশ কর্মীদের আর্থিক সুরাহার বন্দোবস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার তারই নির্দেশিকা প্রকাশ করল নবান্ন। এতদিন নিয়ম ছিল, পুলিশের ৫২ দিনের মূল বেতন ও মহার্ঘভাতা বছরে দেওয়া হত। সেটা বাড়িয়ে এবার করা হল ৬০ দিন।
কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের একটি অনুষ্ঠানে এই কথা ঘোষণা করেন। তিনি বলেছিলেন, পুলিশকে আপৎকালীন পরিষেবা দিতে হয়। এবং ছুটি কম পান তাঁরা। তাই আর্থিক ভাবে পুলিশকে পুষিয়ে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত রাজ্যের। বুধবার তারই বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করা হবে বলেও নবান্ন সূত্রে খবর।
এতদিন নিয়ম ছিল ৫২ দিনের মূল বেতন ও মহার্ঘ ভাতা বাবদ টাকা পেতেন পুলিশ কর্মীরা ৷ তাঁদের বহুদিনের দাবি ছিল, এই টাকার পরিমাণ আরও বাড়ানো হোক ৷ শেষমেশ সেই দাবির পুরোটা না হলেও কিছুটা পূরণ করল রাজ্য সরকার ৷ বুধবারই নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, কলকাতা পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অধঃস্তন সমস্ত অফিসার ও কর্মী এখন থেকে ৫২ দিনের পরিবর্তে ৬০ দিনের ছুটি বাবদ বেতন ও মহার্ঘ ভাতা পাবেন ৷ এই নিয়ম খুব তাড়াতাড়ি লাগু হবে বলেও সেই নির্দেশে জানানো হয়েছে ৷
নবান্নের তরফ থেকে জারি হওয়া বিবৃতিতে জানানো হয়েছে, এই প্রস্তাবে সম্মত হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। সম্প্রতি বিভিন্ন বিষয়ে যিনি রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন। কড়া ভাষায় রাজ্যের সমালোচনাও করেছেন। তবে এই ক্ষেত্রে তিনি সম্মত হয়েছেন।
সামনেই বিধানসভা নির্বাচন। প্রত্যেক দিনই বাড়ছে নির্বাচনী পারদ। শাসক ও বিরোধী, দুই শিবিরই একে অন্যের বিরুদ্ধে তোপ দেগে চলেছে। তারই মাঝে একাধিক কর্মসূচি নিয়েছেন মমতা। এবার পুলিশের জন্য ছুটি বাবদ বেতন বাড়ানোর ঘোষণার নেপথ্যেও কি ভোটমুখী রাজনীতি?