এক্সপ্লোর
Advertisement
হ্যান্ড স্যানিটাইজারের জন্য ধান থেকে ইথানল তৈরির অনুমতি, কেন্দ্রকে তোপ রাহুলের
গতকালই পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানায়, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছে যে উদ্বৃত্ত চাল আছে, সেটা দিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরির বিষয়ে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার।
নয়াদিল্লি: হ্যান্ড স্যানিটাইজার তৈরি করার জন্য উদ্বৃত্ত ধান থেকে ইথানল বানিয়ে তার সঙ্গে পেট্রোল মেশানোর অনুমতি দেওয়ায় কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তাঁর ট্যুইট, ‘ভারতের গরিব মানুষ কব জেগে উঠবেন? আপনাদের অভুক্ত অবস্থায় মৃত্যু হচ্ছে আর সরকার আপনাদের অধিকারের চাল দিয়ে স্যানিটাইজার বানিয়ে ধনীদের হাত পরিষ্কার করছে।’
গতকালই পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানায়, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছে যে উদ্বৃত্ত চাল আছে, সেটা দিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরির বিষয়ে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল বায়োফুয়েল কোঅর্ডিনেশন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকের নেতৃত্ব দেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই বৈঠকের সিদ্ধান্ত জানার পরেই সরকারকে আক্রমণ করেছেন রাহুল। তিনি এই পরিস্থিতিতে সাবান, স্যানিটাইজার, মাস্ক, গ্লাভসের উপর থেকে পণ্য ও পরিষেবা কর তুলে নেওয়ারও দাবি জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement