এক্সপ্লোর
Advertisement
মণিকর্ণিকা-র প্রিমিয়ারে না আসায় অসন্তুষ্ট কঙ্গনা, আলিয়া বললেন, ক্ষমা চেয়ে নেবেন তিনি
মুম্বই: অন্যদের ছবির প্রিমিয়ারে তিনি সব সময় যান। কিন্তু তাঁর নিজের প্রযোজিত-পরিচালিত ছবি মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি-র প্রিমিয়ারে ছিলেন না বিশেষ কোনও প্রথম সারির বলিউড তারকা। এ নিয়ে অসন্তোষ গোপন করেননি কঙ্গনা রানাওয়াত। সে প্রসঙ্গ তুলতে আলিয়া ভট্ট জানালেন, কঙ্গনার কাছে ক্ষমা চাইবেন তিনি।
এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, আমির খান, আলিয়া ভট্টরা মণিকর্ণিকা মুক্তির সময় তাঁকে সাহায্য করেননি। আমিরের দঙ্গলই হোক বা সিক্রেট সুপারস্টার, অথবা আলিয়ার রাজি- তিনি প্রতিটি ছবির প্রিমিয়ারে গিয়েছেন। কিন্তু তাঁর ছবির প্রিমিয়ারে এঁদের কাউকে দেখা যায়নি। এ নিয়ে প্রশ্ন করলে আলিয়া বলেন, তিনি বিশ্বাস করেন যে কঙ্গনা তাঁকে অপছন্দ করেন না। ইচ্ছে করে তাঁকে কষ্ট দেওয়ার জন্য কিছু করেননি তিনি। তাই যদি হয়ে থাকে, তবে ব্যক্তিগতভাবে তিনি কঙ্গনার কাছে ক্ষমা চাইবেন।
আলিয়া আরও বলেছেন, তিনি বরাবর কঙ্গনার অভিনয় ক্ষমতার প্রশংসা করেছেন, মানুষ হিসেবেও কঙ্গনাকে পছন্দ করেন তিনি। কঙ্গনা অত্যন্ত খোলাখুলি কথা বলেন, এমন হতে সাহস লাগে। প্রিমিয়ার সংক্রান্ত বিষয়টি তাঁর জানা ছিল না, শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। কাউকে দুঃখ দেওয়া উদ্দেশ্য ছিল না তাঁর।
এদিকে কঙ্গনা আজও বলেছেন, স্বজনপোষণ সংক্রান্ত মন্তব্যের জেরে গোটা বলিউড তাঁর বিরুদ্ধে জোট করেছে কিন্তু তিনি ভয় পান না, সকলের মুখোশ খুলে দেবেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement