এক্সপ্লোর
Advertisement
বিয়ের প্রস্তাব খারিজ করায় বয়ফ্রেন্ডের ওপর অ্যাসিড-হামলার অভিযোগে গ্রেফতার তরুণী
বয়ফ্রেন্ডের ওপর অ্যাসিড হামলার অভিযোগে গ্রেফতার ১৯ বছরের এক তরুণী। উত্তরপ্রদেশের আলিগড়ের জীবনগড়ে এই ঘটনা ঘটেছে। বিয়ের প্রস্তাব প্রত্যাখান করাতেই ওই তরুণী তার বয়ফ্রেন্ডের ওপর অ্যাসিড-হামলা চালায় বলে অভিযোগ।
নয়াদিল্লি: বয়ফ্রেন্ডের ওপর অ্যাসিড হামলার অভিযোগে গ্রেফতার ১৯ বছরের এক তরুণী। উত্তরপ্রদেশের আলিগড়ের জীবনগড়ে এই ঘটনা ঘটেছে। বিয়ের প্রস্তাব প্রত্যাখান করাতেই ওই তরুণী তার বয়ফ্রেন্ডের ওপর অ্যাসিড-হামলা চালায় বলে অভিযোগ।
জানা গেছে,ওই তরুণীর বিরুদ্ধে আক্রান্ত যুবকের পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ৩২৬ এ (অ্যাসিড ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা)- ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
আক্রান্তের পরিবার অভিযোগ করেছে, দুজনের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু তা একমাস আগে ভেঙে যায়। এরপর থেকেই ওই তরুণী আক্রান্তকে নিগ্রহ করতে শুরু করে বলে অভিযোগ। এমনকি, ওই তরুণীকে বিয়ের জন্যও আক্রান্ত যুবককের ওপর চাপ তৈরি করে বলে অভিযোগ। এরপর আক্রান্ত অভিযুক্তের সঙ্গে বাক্যালাপ বন্ধ করে দেন। পরিবারের দাবি, বিয়ের জন্য রাজি করাতে ওই তরুণী আক্রান্ত যুবককে প্রতিদিন ফোন করত। কিন্তু ওই যুবক রাজি হয়নি।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গত বৃহস্পতিবার ঘটনার দিন সকালে আক্রান্ত ওই তরুণীর ফোন ধরেননি। এরপরই তিনি যখন বাড়ির কাছে একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন, তখন ওই তরুণী অ্যাসিড নিয়ে হামলা চালায়।
তবে অভিযুক্ত তরুণীর অভিযোগ, তার বয়ফ্রেন্ডই বরং তাকে বিয়ের জন্য জোর করতেন। তরুণীর আরও অভিযোগ, বিয়ের প্রস্তাব খারিজ করলে তার অন্তরঙ্গ ছবি ভাইরাল করারও হুমকি তাকে দেয় ওই যুবক।
আক্রান্ত যুবক হাসপাতালে চিকিত্সাধীন। চিকিত্সকরা জানিয়েছেন, অ্যাসিড হামলায় তাঁর চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement