এক্সপ্লোর
Advertisement
নয়াদিল্লিতে কেজরিবাল হারলে আশ্চর্য হব না! বললেন আপ-ত্যাগী বিদ্রোহী বিজেপির কপিল মিশ্র
কেজরিবাল মন্ত্রিসভার এই প্রাক্তন সদস্য আপ নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে বিজেপিতে ঢোকেন। তিনি বলেছেন, আপ নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে ইভিএম নিয়ে প্রশ্ন করেছে, এটা উদ্বেগজনক। এর কারণ দিল্লিবাসীর মুড ওরা বুঝতে পেরেছে, টের পেয়েছে যে, বিজেপি জিতছে, রাজধানীতে সরকার গড়তে চলেছে।
নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগণনার প্রাক্কালে চাঞ্চল্যকর দাবি করলেন বিদ্রোহী আমআদমি পার্টি (আপ) নেতা কপিল মিশ্র। অরবিন্দ কেজরিবালকে তোপ দেগে বিজেপিতে নাম লেখানো বিধায়ক কপিল ‘কাল কেজরিবাল ভোটে হারলে মোটেই তিনি বিস্মিত হবেন না’ বলে মন্তব্য করলেন। কপিল সংবাদ সংস্থাকে বলেছেন, মানুষের রায় বিজেপির সঙ্গে রয়েছে। আমরা মাঠে-ঘাটে কাজ করি বলে বাস্তবটা ভাল বুঝি। আমায় বলতেই হচ্ছে, কেজরিবাল যদি নয়াদিল্লি কেন্দ্রে হারেন, তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না।
দিল্লিতে শনিবার শেষ পর্যন্ত ঠিক কত শতাংশ ভোট পড়েছে, তা প্রকাশ করায় নির্বাচন কমিশন দেরি করছে বলে অভিযোগ তুলে কমিশনের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলার জন্যও আপের সমালোচনা করেন কপিল।
কেজরিবাল মন্ত্রিসভার এই প্রাক্তন সদস্য আপ নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে বিজেপিতে ঢোকেন। তিনি বলেছেন, আপ নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে ইভিএম নিয়ে প্রশ্ন করেছে, এটা উদ্বেগজনক। এর কারণ দিল্লিবাসীর মুড ওরা বুঝতে পেরেছে, টের পেয়েছে যে, বিজেপি জিতছে, রাজধানীতে সরকার গড়তে চলেছে।
अरविंद केजरीवाल जी अपना चुनाव हार रहे हैं ये बात वह जानते हैं इसलिए 11 तारीख को #EVMs को दोष देने की तैयारी कर रहे हैं।#KejriwalExposed
— Sunil Yadav (@SunilYadavBJP) February 9, 2020
নয়াদিল্লিতে কেজরিবালের বিরুদ্ধে বিজেপি প্রার্থী সুনীল যাদব। তিনি এদিন ঘোষণা করেন, এবার কেজরিবালের কাছে হারলে আর কখনও ভোটে লড়বেন না। ট্যুইট করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নড্ডা ও গোটা সংগঠনের প্রতি কৃতজ্ঞ থাকব আমার ওপর ভরসা রাখায়। কেজরিবালের নয়াদিল্লি হাতছাড়া হচ্ছে, এটা নিশ্চিত। আর আমি হারলে ফের নির্বাচন লড়ব না, শুধু সংগঠনের কাজেই নিজেকে জড়াব।
আরেকটি ট্যুইটে যাদব লেখেন, অরবিন্দ কেজরিবাল জানেন, হারছেন। তাই ১১ ফেব্রুয়ারি ইভিএমের ঘাড়ে দোষ চাপানোর ভিত তৈরি করা শুরু করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement