এক্সপ্লোর
উদ্বেগমুক্তি পাকিস্তান শিবিরের, আজ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে ফিট পেসার মহম্মদ আমির
বৃহস্পতিবার অনুশীলনে পুরো রান আপ নিয়ে বল করতে দেখা গিয়েছে আমিরকে। পরপর দশ ওয়ান ডে ম্যাচ হারা পাক শিবিরে যা অক্সিজেন সমান

ট্রেন্ট ব্রিজ: বিশ্বকাপে অভিযান শুরু করার আগে উদ্বেগমুক্ত হল পাকিস্তান ক্রিকেট দল। সমস্ত সংশয়ের অবসান ঘটিয়ে ম্যাচের আগে ফিট ঘোষণা করা হল মহম্মদ আমিরকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ, শুক্রবার মাঠে নামতে সমস্যা রইল না পাকিস্তানের তারকা পেসারের।
অসুস্থতার জন্য মে মাসের গোড়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের চারটি ম্যাচ খেলতে পারেননি আমির। বিশ্বকাপের প্রতম ম্যাচে তাঁর খেলা নিয়েও ছিল প্রশ্ন। যদিও ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে পাক অধিনায়ক সরফরাজ আহমেদ সমস্ত সংশয়ের অবসান ঘটালেন। বললেন, 'আমির পুরো ফিট। ম্যাচেও ওকে পাওয়া যাবে।'
স্পট ফিক্সিং কাণ্ডে নির্বাসিত থাকায় ২০১১ ও ২০১৫ সালে আগের দুটি বিশ্বকাপে খেলতে পারেননি আমির। তাই এটাই হবে তারকা পেসারের প্রথম বিশ্বকাপ। ফিট সার্টিফিকেট পেয়ে যাওয়ায় তাঁর বিশ্বকাপ অভিষেক স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার অনুশীলনে পুরো রান আপ নিয়ে বল করতে দেখা গিয়েছে আমিরকে। পরপর দশ ওয়ান ডে ম্যাচ হারা পাক শিবিরে যা অক্সিজেন সমান। সরফরাজ বলেছেন, 'টানা দশ ম্যাচে পরাজয় এখন অতীত। বিশ্বকাপে নতুন করে শুরু করতে হবে।' তিনি আরও বলেছেন, 'নিয়মিত উইকেট তুলে প্রতিপক্ষকে চাপে রাখতে হবে। সেটাই সফল হওয়ার মন্ত্র।'
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
