(Source: Poll of Polls)
লেটেস্ট ফিচার সহ আজ লঞ্চ Xiaomi Mi 10s স্মার্টফোনের
কোম্পানি সূত্রে খবর, এই ফোনে থাকতে পারে জোরাল স্ন্যাপড্রাগন 870 প্রোসেসর। এতে এই স্মার্টফোনের পারফরম্যান্স আরও ভালো হবে।এই ফোনের ডিজাইন Mi 10 Ultra-র মতোই হতে পারে বলে মনে করা হচ্ছে। দেখে নেওয়া যাক-এর আরও কিছু বিস্তারিত তথ্য।
নয়াদিল্লি: Xiaomi তাদের Mi 10 সিরিজে আজ নতুন স্মার্টফোন Mi 10s লঞ্চ করতে চলেছে। আপাতত এই ফোন চিনে লঞ্চ করা হবে। ভারতীয় সময় অনুসারে দুপুর দুটো নাগাদ এই ফোন লঞ্চ করা হবে। কোম্পানি সূত্রে খবর, এই ফোনে থাকতে পারে জোরাল স্ন্যাপড্রাগন 870 প্রোসেসর। এতে এই স্মার্টফোনের পারফরম্যান্স আরও ভালো হবে।এই ফোনের ডিজাইন Mi 10 Ultra-র মতোই হতে পারে বলে মনে করা হচ্ছে। দেখে নেওয়া যাক-এর আরও কিছু বিস্তারিত তথ্য।
সম্ভাব্য স্পেসিফিকেশন
এই ফোন সম্পর্কে যে তথ্য বেরিয়ে এসেছে, তা অনুসারে, এর কিছু স্পেসিফিকেশন Mi 10 5G-র মতো হতে পারে। ফোনে থাকতে পারে 6.67 ইঞ্চি ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেস রেট 90Hz। ফোনের ডিসপ্লে এমনই হতে বলে মনে করা হচ্ছে। এছাড়াও ফোনে থাকতে পারে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। সেইসঙ্গে ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ছাড়াও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হতে পারে।
Harmon Kardon-র স্পিকার থাকতে পারে
এছাড়াও এই ফোনে থাকতে পারে Harmon Kardon-এর স্পিকার। কালো, সাদা ও নীল-এই তিনটি রঙে ফোনটি লঞ্চ করা হতে পারে। থাকতে পারে 4680mAh ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Mi 10s –এর টক্কর হবে Oppo F19 Pro-র সঙ্গে। Oppo F19 Pro-তে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 2400 x 1800 । এর ডিসপ্লেতে থাকতে পারে গোরিলা গ্লাস প্রোটেকশন। এতে দেওয়া হয়েছে MediaTek Helio P95 SoC প্রোসেসর। এতে থাকছে অ্যান্ড্রয়েড ১১ অপরেটিং সিস্টেম। এতে ৮ জিবি RAM ও ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে, যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনের দাম ২১,৪৯০ টাকা।