এক্সপ্লোর
বাজারে আসার এক মাসের মধ্যে ১০ কোটি ডাউনলোড, রেকর্ড করল আরোগ্য অ্যাপ
আরোগ্য সেতু অ্যাপের টুইটার হ্যান্ডল বলেছে. নিয়মিত এই অ্যাপের প্রযুক্তিগত উন্নয়ন করা হচ্ছে। টিম আরোগ্য সেতু সবাইকে আশ্বস্ত করছে যে এই অ্যাপ থেকে তথ্য চুরি হওয়ার কোনও আশঙ্কাই নেই।

কলকাতা: এ দেশে দারুণ সারা ফেলেছে সরকারি আরোগ্য সেতু অ্যাপ। ২ এপ্রিল লঞ্চ করা হয়েছে এই অ্যাপটি। আর লঞ্চিংয়ের ৪০ দিন কাটতে না কাটতেই এই অ্যাপ ১০ কোটির বেশি ডাউনলোড হয়েছে। এ ব্যাপারে টুইট করেছেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত।
কেন্দ্র এই অ্যাপ তৈরি করেছে করোনা সংক্রমিতদের থেকে সুস্থ মানুষদের শারীরিকভাবে দূরে রাখতে। এই অ্যাপের মাধ্যমে ইউজাররা আশপাশে করোনা সংক্রমিতদের সংখ্যা জানতে পারবেন। এভাবে সংক্রমণ রোখা যাবে বলে দাবি করেছে কেন্দ্র। যদিও ফ্রান্সের জনৈক হ্যাকার ও সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ দাবি করেছেন, এই অ্যাপের নিরাপত্তা জোরদার নয়, ৩ কোটি ভারতবাসীর ব্যক্তিগত তথ্য এর মাধ্যমে ফাঁস হয়ে যেতে পারে। যদিও এই দাবি খারিজ করেছে সরকার। আরোগ্য সেতু অ্যাপের টুইটার হ্যান্ডল বলেছে. নিয়মিত এই অ্যাপের প্রযুক্তিগত উন্নয়ন করা হচ্ছে। টিম আরোগ্য সেতু সবাইকে আশ্বস্ত করছে যে এই অ্যাপ থেকে তথ্য চুরি হওয়ার কোনও আশঙ্কাই নেই।कोरोना के खिलाफ जंग में भारत का तुरुप का इक्का साबित हुआ है #AarogyaSetu I 10 करोड़ भारतीयों का निजी बॉडीगार्ड I मैं आग्रह करता हूँ के सब इसे डाउनलोड करें और हमारी जंग को मज़बूती दें I #IndiaFightsCorona pic.twitter.com/bkPApt0Ppl
— Amitabh Kant (@amitabhk87) May 12, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জ্যোতিষ
জ্যোতিষ






















