এক্সপ্লোর
৩ হাজার হটস্পট আগাম চিহ্নিত করেছে আরোগ্য সেতু, দাবি নীতি আয়োগের
নীতি আয়োগের দাবি, এই অ্যাপের মাধ্যমে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষকে করোনা-সংক্রমণের ব্যাপারে আগেভাগে সতর্ক করা সম্ভব হয়েছে।

নয়াদিল্লি: সারা দেশে আগাম ৩ হাজার করোনা হটস্পট আগাম চিহ্নিত করতে পেরেছে আরোগ্য সেতু অ্যাপ। এমনটাই জানানো হল নীতি আয়োগের তরফে। সম্প্রতি নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত দাবি করেন, দেশে সাব-পোস্ট অফিস স্তরে ৩ হাজারটি হটস্পট খুঁজে পেয়েছে এই অ্যাপ, তাও আবার ৩-১৭ দিন আগেই। নীতি আয়োগের দাবি, এই অ্যাপের মাধ্যমে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষকে করোনা-সংক্রমণের ব্যাপারে আগেভাগে সতর্ক করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে ১৫ কোটি মানুষ আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করছেন। সারা দেশে ১২টি ভাষায় এই অ্যাপ পাওয়া যাচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















