(Source: Poll of Polls)
Abhishek Banerjee: 'এত ভয় কিসের? গরিব মানুষকে দিল্লি যেতে বাধা দিচ্ছেন কেন?' মোদি সরকারকে নিশানা অভিষেকের
এ দিন আসন্ন ভোট নিয়েও তিনি বলেন, বিজেপির কাছে মাথা নত করে টাকা ছাড়াবেন নাকি, আগামীদিনে একটা বোতাম টিপে বিজেপির জামানত বাজেয়াপ্ত করবেন।
কলকাতা: প্রথমে সোশাল সাইটে (Social Site) পোস্ট করেছিলেন, এবার সরাসরি সংবাদ মাধ্যমের সামনে দিল্লি যাত্রা এবং ট্রেন বাতিল নিয়ে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিশেষ ট্রেন বাতিল নিয়ে বিজেপিকে আক্রমণ করে এদিন অভিষেক বলেন, 'দিল্লিতে (Delhi) তৃণমূলের ধর্না কর্মসূচি আটকাতে পরিকল্পিত চক্রান্ত। আগামীকালের মধ্যে আমরা বিকল্প ব্যবস্থা করছি। গরিব মানুষকে দিল্লি যেতে বাধা দিচ্ছেন কেন? গরিব মানুষের ছাদের টাকা নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন হচ্ছে! যত আটকানোর চেষ্টা করবেন, ততই মানুষের জেদ বাড়বে। যদি কারও ক্ষমতা থাকে, মানুষের আন্দোলন আটকে দেখুন'। এ দিন আসন্ন ভোট নিয়েও তিনি বলেন, বিজেপির কাছে মাথা নত করে টাকা ছাড়াবেন নাকি, আগামীদিনে একটা বোতাম টিপে বিজেপির জামানত বাজেয়াপ্ত করবেন।
পাশাপাশি ইডির তলব নিয়েও এদিন সরব হয়েছেন তিনি। বলেন, 'পূর্ব ঘোষিত কর্মসূচি সত্ত্বেও কেন আমাকে সেই দিনই ডাকছেন। আপনারা তদন্তের জন্য ডাকছেন না, আন্দোলন আটকাতে ডাকছেন। আমি তো বলেছি, আমার বিরুদ্ধে কিছু প্রমাণ থাকলে কোর্টে দিন। আপনি আজকে ডাকলেন না কেন? ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক'।
নজরে ৩ অক্টোবর: দিল্লিযাত্রার জন্য তৃণমূলের চাহিদা মতো বিশেষ ট্রেন পাওয়া যাবে না। শনিবার রাজধানী রওনা হওয়ার ঠিক আগের দিনই একথা জানিয়ে দেয় রেল। বিষয়টির নেপথ্যে বিজেপির প্রতিহিংসা দেখছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বাংলাকে তার অধিকার থেকে বঞ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে মোদি সরকার! এই নিয়ে পাল্টা যুক্তি দিয়েছে বিজেপিও।
একদিকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ওই দিন ইডির অফিসে না যাওয়ার চ্য়ালেঞ্জ এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ইডিকে কড়া নির্দেশের পর মঙ্গলবার কী হয়, সেটাই দেখার।
আর এরইমধ্য়ে আরও এক বিতর্ক। বাংলার পাওনা বকেয়া আদায় করতে ৩-৪ হাজার লোক নিয়ে দিল্লিযাত্রা শুরুর ঠিক আগের দিন, তৃণমূলের চাহিদা মতো বিশেষ ট্রেন দেওয়া যাবে না বলে জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ।
শুক্রবার পূর্ব রেলের তরফে আধিকারিক শেখ আল্লারাখার সই করা এই চিঠিতে IRCTC-র ইস্টার্ন জোনের গ্রুপ জেনারেল ম্যানেজারকে লেখা হয়েছে,৩০ সেপ্টেম্বর, শনিবার, বিশেষ ট্রেনের ব্যবস্থা করার জন্য যে আবেদন জানানো হয়েছিল, সেই অনুযায়ী রেক এই মুহূর্তে অমিল।