এক্সপ্লোর
Advertisement
Chanakya Niti: ধনী হতে চান? এই নীতিগুলি মেনে চলুন, বলছেন চাণক্য
সাধারণভাবে দরকারের থেকে একটু কম খান, তাতে দারিদ্র থেকে মুক্তি মিলবে।
Chanakya Niti: জীবনে সফল হতে গেলে চাণক্য নীতির অনুসরণ অত্যন্ত জরুরি। ভারত শ্রেষ্ঠ আচার্য চাণক্য গোটা জীবনের অভিজ্ঞতা থেকে এই নীতিগুলি প্রণয়ন করেন। চাণক্য শাস্ত্রে ধনবান হওয়ার উপায়ও তিনি বলেছেন। এমন কিছু পন্থা বলেছেন, যা মেনে চললে ধনলাভ করা সম্ভব।
পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে
চাণক্য বলেছেন, যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন, আশপাশ পবিত্র থাকে, তবে আপনার ধনলাভ করা কেউ রুখতে পারবে না। তাই কখনও অপরিষ্কার পোশাক পরবেন না, চারপাশ পরিচ্ছন্ন রাখুন।
দাঁত পরিষ্কার রাখুন
ধনী হওয়ার ইচ্ছে থাকলে শরীরের যাবতীয় অংশ পরিষ্কার রাখা জরুরি। বিশেষ করে জোর দিন দাঁতের পরিচ্ছন্নতায়। বলা হয়, যে নিজের দাঁত পরিষ্কার রাখে, লক্ষ্মী তাকে কৃপা করেন।
প্রয়োজনের বেশি খাবেন না
প্রয়োজনের বেশি যে খায়, সে কখনও ধনী হতে পারে না, বলছে চাণক্য নীতি। সাধারণভাবে দরকারের থেকে একটু কম খান, তাতে দারিদ্র থেকে মুক্তি মিলবে।
মিষ্টি কথা বলুন
সব সময় মিষ্টি কথা বলা উচিত। কারও সঙ্গে কখনও দুর্ব্যবহার করবেন না। অন্যের অনুভূতির কথা মাথায় রাখুন। এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন, তাঁর কৃপা বর্ষিত হয়।
বেশি ঘুমোবেন না
কিছু লোক যে কোনও সময় ঘুমোতে পারে। ঘুম না এলেও বিছানা আঁকড়ে থাকে। এদের ওপর লক্ষ্মী অপ্রসন্ন হন, ফলে এদের ধনবান হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তাই ঠিক সময়ে ঘুমোন। কারণ ছাড়া ঘুমোবেন না, বিশেষ করে সন্ধের সময়।
বেইমানি করবেন না
ধোঁকা আর বিশ্বাসঘাতকতা এমন জিনিস, যা মানুষের পতনের কারণ হয়। ফলে লোভে পড়ে ধোঁকা দেওয়া বা বেইমানি করা থেকে বিরত থাকুন। এতে আপনার যাবতীয় কাজ সম্পূর্ণ হবে, ন্যায়ের পথে থাকলে আপনার ধনী হওয়া কেউ রুখতে পারবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement